বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
No menu items!
বাড়িজাতীয়রমজানে সং‌য‌মী হোন, অল্প লাভ ক‌রুন: বাণিজ‌্যমন্ত্রী

রমজানে সং‌য‌মী হোন, অল্প লাভ ক‌রুন: বাণিজ‌্যমন্ত্রী

রমজান‌ সাম‌নে রে‌খে ব‌্যবসায়ী‌দের সং‌যমী হওয়ার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন বা‌ণিজ‌্যমন্ত্রী টিপু মুন‌শি। ‌তি‌নি ব‌লে‌ন, ‘বি‌ভিন্ন দে‌শে নানান উৎস‌বে বি‌ভিন্ন ছা‌ড়ের ব‌্যবস্থা থা‌কে। তারা অল্প লাভ ক‌রে। আমা‌দের দেশটা তার ভিন্ন। সাম‌নে রমজান মাস। আপনারাও একটু সং‌য‌মী হোন। অল্প লাভ ক‌রুন।

বুধবার রাজধানীর আগারগাঁও‌য়ে বঙ্গবন্ধু আন্তর্জা‌তিক স‌ন্মেলন ক‌ে‌ন্দ্রে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপল‌ক্ষে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর আ‌য়ো‌জিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

‘চটকদার বিজ্ঞাপ‌নে আকৃষ্ট না হওয়ার আহ্বান জা‌নি‌য়ে মটরসাই‌কে‌লের উদাহরন টে‌নে টিপু মুন‌শি ব‌লেন, ‘প‌ণ্য তৈ‌রি‌তে একটা খরচ আছে। কেউ য‌দি এক‌টা মোটরসাইকেল অর্ধেক দা‌মে দেয় তাহ‌লে আপনা‌দের বুঝ‌তে হ‌বে কীভা‌বে দে‌বে। এই অর্ধেক দা‌মের কথা ব‌লে কিন্তু আল্টি‌মেট‌লি মানুষ‌কে ঠকা‌নো হয়। প্রতা‌রিত করা হয়। কা‌জেই আপনারা সব‌কিছু ভে‌বে কাজ কর‌বেন। একজন বিজ্ঞাপন দি‌লেই আকৃষ্ট হ‌বেন না।’

‘বৈ‌শিক মহামা‌রি ও ইউ‌ক্রেন-রা‌শিয়ার যু‌দ্ধের কার‌ণে সারা‌ বিশ্বেই সব‌কিছুর দাম বে‌শি’-এমন দাবি করে মন্ত্রী ব‌লেন, ‘দে‌শের বাজা‌রে সব‌কিছুর দাম একটু বে‌শি। জা‌নি আপনা‌দের কষ্ট হ‌চ্ছে। আপনারা একটু সাশ্রয়ি হোন। রমজান সাম‌নে রে‌খে একবা‌রে পণ‌্য কিন‌বেন না। কারণ একবা‌রে পণ‌্য কিন‌লে বাজা‌রে তার প্রভাব প‌ড়ে। তখন দামও বে‌ড়ে যায়।’

ভোক্তার অধিকার সম্প‌র্কে বাণিজ্যমন্ত্রী ব‌লেন, ‘ভোক্তার অধিকার মানু‌ষের অধিকার। আমরা যখন ভোক্তা‌দের সব অধিকার সম্প‌র্কে জানা‌তে পার‌ব তখন আমা‌দের অর্ধেক কাজ শেষ হ‌য়ে যা‌বে। ভোক্তারা নি‌জেরাই স‌চেতন হ‌তে পার‌বেন।’ভোক্তা অধিদপ্তর বাজার নিয়ন্ত্রণে কাজ কর‌ছে জা‌নি‌য়ে মন্ত্রী ব‌লেন, ‘আমা‌দের ভোক্তা বি‌ভিন্ন বাজা‌রে যা‌চ্ছে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা কর‌ছে। বাজারর‌ নিয়ন্ত্রণে প্রতিনিয়ত ক‌্যাব কাজ কর‌ছে।’

অনুষ্ঠা‌নে বি‌শেষ অতিথি ছি‌লেন এফ‌বি‌সি‌সিআই সভাপ‌তি ‌মো. জ‌সিম উদ্দিন, কন‌জুমারস এসো‌সি‌য়েশ‌নের অব বাংলা‌দে‌শের সভাপ‌তি গোলাম রহমান। সভাপ‌তিত্ব ক‌রেন বা‌ণিজ‌্য মন্ত্রণাল‌য়ের সি‌নিয়র স‌চিব তপন কা‌ন্তি ঘোষ। স্বাগত বক্তব‌্য রা‌খেন ভোক্তা অধিকা‌র অধিদপ্তরের মহাপ‌রিচালক এএইচএম স‌ফিকুজ্জামান।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা