সোমবার, মে ৬, ২০২৪
No menu items!
বাড়িআন্তর্জাতিকজ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

পেট্রোল, কেরোসিন এবং লাইট ডিজেল তেলের দাম কমেছে পাকিস্তানে। সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে পেট্রোলের দাম।

সোমবার পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতি থেকে জানা গেছে, পেট্রোলের দাম প্রতি লিটারে ৮ রুপি, কেরোসিনের দাম প্রতি লিটারে ১ দশমিক ৯৭ রুপি এবং লাইট ডিজেল তেলের দাম প্রতি লিটারে দশমিক ৯২ রুপি কমানো হয়েছে। আজ মঙ্গলবার থেকে আগামী ১৫ দিন পর্যন্ত সারা দেশে এই দাম কার্যকর থাকবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

সোমবার পর্যন্ত পাকিস্তানে প্রতি লিটার পেট্রোল ২৬৭ দশমিক ৩৪ রুপি, প্রতি লিটার হাই স্পিড ডিজেল(এইচএসডি) ২৭৬ দশমিক ২১ রুপি, প্রতি লিটার কেরোসিন ১৮৮ দশমিক ৮৩ রুপি এবং প্রতি লিটার লাইট ডিজেল ১৬৫ দশমিক ৭৫ রুপিতে বিক্রি হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের নির্দেশ কার্যকর হওয়ার পর এখন সেখানে প্রতি লিটার পেট্রোল ২৫৯ দশমিক ৩৪ রুপি, প্রতি লিটার কেরোসিন ১৮৬ দশমিক ৮৬ রুপি এবং প্রতি লিটার লাইট ডিজেল ১৬৪ দশমিক ৭৫ রুপিতে বিক্রি হচ্ছে।

এর আগে রোববার পাকিস্তানে গুজব ছড়িয়ে পড়েছিল যে, শিগগিরই পেট্রোলের দাম প্রতি লিটারে অন্তত ৫ রুপি বাড়বে। এই গুজবের মধ্যেই জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করল দেশটিতে বর্তমানে ক্ষমতাসীন তত্ত্বাবধায়ক সরকার।

সূত্র : জিও টিভি

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা