সোমবার, মে ১২, ২০২৫
No menu items!
বাড়িআবহাওয়াতিন জেলায় বজ্রাঘাতে বৃদ্ধ সহ  ১১ জনের প্রাণহানি

তিন জেলায় বজ্রাঘাতে বৃদ্ধ সহ  ১১ জনের প্রাণহানি

 

ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ সহ তিন জেলায় পৃথক স্থানে বজ্রপাতে ১১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। রোববার (১১ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রাঘাতে পাঁচজন এবং কিশোরগঞ্জ জেলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আরও ৩ জন।

বজ্রপাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় তিনজন ও আখাউড়া উপজেলায় দুই জন সহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—সরাইলের কালিকচ্ছ গ্রামের আব্দুর রাজ্জাক, নাসিরনগরের গোকর্ণ গ্রামের শামসুল হুদা, ভোলাকুট ইউনিয়নের দুর্গাপুর গ্রামের জাকিয়া বেগম, আখাউড়ার রুটি গ্রামের সেলিম মিয়া এবং বনগজ গ্রামের জামির খাঁ।
আহতরা হলেন—নাসিরনগর সদর ইউনিয়নের টেকানগর গ্রামের মুক্তো মিয়ার ছেলে রিয়াদ মিয়া (১৭), এবং চাতলপাড় ইউনিয়নের খাগালিয়া গ্রামের ইউনুছ মিয়ার স্ত্রী হামিদা বেগম (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাসিরনগরের টেকানগর গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে আব্দুর রাজ্জাক ঘটনাস্থলেই মারা যান। গোকর্ণ গ্রামের বেড়িবাঁধ এলাকায় মাঠে কাজ করার সময় মারা যান কৃষক শামসুল হুদা। দুর্গাপুর গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে এসে শিশুর সঙ্গে খেলার সময় বজ্রপাতে মারা যান জাকিয়া বেগম এবং  আখাউড়ার বনগজ গ্রামে ধান কাটার মেশিন নিয়ে মাঠে যাওয়ার সময় জামির খাঁ ও রুটি গ্রামে নিজ জমিতে কাজ করার সময় বজ্রপাতে সেলিম মিয়া মারা যান।
অপরদিকে  কিশোরগঞ্জের ভৈরব, কুলিয়ারচর ও হোসেনপুর উপজেলায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—ভৈরব উপজেলার ফয়সাল মিয়া (২৮), ফারুক মিয়া (৬৫) এবং কুলিয়ারচরের কবির মিয়া (২৫)। আহত হয়েছেন হোসেনপুরের আবু বকর (৬০)।

এছাড়াও, চাঁপাইনবাবগঞ্জ: ধান কাটার সময় বিকেলে সদর উপজেলার বুলনপুর গ্রামে বজ্রপাতে মো.কাইমুল (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নওগাঁ: নওগাঁয় হঠাৎ কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে কিছু এলাকা। রোববার (১১ মে) বিকেল ৫টার দিকে শুরু হয় এই তাণ্ডব। এতে ব্যাপক ক্ষতি হয়েছে জেলায়। বিশেষ করে জেলার মান্দা, সাপাহার ও পত্নীতলা উপজেলার কিছু এলাকার উপর দিয়ে এই ঝড় বয়ে যায়। ঝড় বৃষ্টির সময় বজ্রাঘাতে উপজেলার কুসুম্বা দিয়াড়াপাড়া গ্রামে জিলুর রহমান নামে এক যুবককে মৃত্যু হয়েছে। নিজের জমিতে কাজ করছিলেন জিল্লুর। ঝড় বৃষ্টি দেখে বাড়ি ফিরছিলেন তড়িঘড়ি করে। কিন্তু পথে ফাঁকা মাঠে বজ্রাঘাতে মারা যান তিনি। এ সময় আহত হন শফিকুল ইসলাম নামে এক যুবক। তাকে চিকিৎসার জন্য মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
হবিগঞ্জ
বিকেল ৫টার দিকে জেলার আজমিরীগঞ্জে ড্রেনে গোসল করার সময় বজ্রপাতে সাজু মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামের তজম আলী মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বজ্রসহ বৃষ্টির সময় তারা মাঠে কাজ করছিলেন। বজ্রপাতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুঁই বলেন, “বজ্রপাতে তিনজন মারা গেছেন। তাদের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছিল।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ