শনিবার, ডিসেম্বর ১৪, ২০২৪
No menu items!

অ্যান্টিগাতে সিরিজের প্রথম টেস্ট জিততে বাংলাদেশকে করতে হবে ৩৩৪ রান। দ্বিতীয় ইনিংসে সোমবার ১৫২ রানেই অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। এদিন টাইগার পেসার তাসকিন আহমেদের তোপের মুখে পড়ে ক্যারিবিয়ান ব্যাটাররা। দিনের শুরু থেকেই এই পেসার তুলে নিতে থাকেন একের পর এক উইকেট। শেষ পর্যন্ত ৬ উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাসকিনকে।এর আগে গতকাল তৃতীয় দিন শেষে ৯ উইকেটে ২৬৯ রান ছিল বাংলাদেশের স্কোরবোর্ডে। হাতে ছিল এক উইকেট। বাংলাদেশ তখনও ১৮১ রানে পিছিয়ে। তবে চতুর্থ দিনে আজ সকালেই সবাইকে চমকে দিলো বাংলাদেশ। পিছিয়ে থেকেই ইনিংস ঘোষণা করলেন মেহেদি হাসান মিরাজ। ইনিংস ঘোষণার ‘সাহসী’ সিদ্ধান্ত নেওয়ার পর অবশ্য বল হাত দিনের প্রথম সেশনটা নিজেদের করে নেয় বাংলাদেশ।চতুর্থ দিনের লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে করেছিল ৬১ রান। নতুন বলে বাংলাদেশকে দ্রুত ব্রেকথ্রু এনে দেন তাসকিন আহমেদ। প্রথম ইনিংসে ৯৭ রান করা মিকাইল লুইকে এবার ৮ রানের বেশি করতে দেননি এই ডানহাতি পেসার। লুইয়ের পর কিসি কার্টিকেও ফেরান তাসকিন।তাসকিনের পর উইকেট-পার্টিতে যোগ দেন শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসার ফিরিয়েছেন ক্রেইগ ব্রাফেটকে। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কও স্লিপে জয়ের হাতে ক্যাচ দিয়েছেন। ২৩ রান এসেছে তার ব্যাট থেকে। ফলে ৩৯ রানে ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। পরে কেভাম হজ, জাস্টিন গ্রেবস, শামার জোসেফ, কেমার রোচকে ফেরান তাসকিন।শেষ পর্যন্ত টাইগার বোলারদের তোপে ১৫২ রানেই শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন অলিক আথানজি। তাসকিনের ৬ উইকেট ছাড়া মিরাজ শিকার করেন ২ উইকেট। এ ছাড়া একটি করে উইকেট নেন তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা