বুধবার, আগস্ট ২০, ২০২৫
No menu items!
বাড়িখেলাধুলাসিরিজ বাঁচানোর লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

 

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ বাঁচানোর মিশনে নেমেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। গত ম্যাচের ভেন্যু কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামেই হচ্ছে আজকের (শনিবার) খেলা। বাংলাদেশ সময় বিকেল ৩টায় মাঠে নেমেছে দুই দল।

দ্বিতীয় ওয়ানডেতে লিটন দাসের না থাকার গুঞ্জন আগে থেকেই চলছিল। এ ছাড়া বিশ্রাম দেওয়ার সম্ভাবনা ছিল ইনজুরি কাটিয়ে ফেরা তাসকিনকে। দুটোই মিলেছে, উভয় তারকাই নেই বাংলাদেশের একাদশে।

এদিকে, একাদশে দুটি পরিবর্তন এনেছে লঙ্কানরাও। মিলান রত্ননায়েকে এবং এহসান মালিঙ্গার জায়গায় এই ম্যাচে নেওয়া হয়েছে দুনিথ ভেল্লালাগে ও দুষ্মন্ত চামিরাকে। আগের ম্যাচে পেস অলরাউন্ডার মিলান ও পেসার এহসান সেভাবে বলার মতো কিছু করতে পারেননি। উল্টো রান বিলিয়েছেন বেশ। বিপরীতে হাসারাঙ্গা-কামিন্দুরা স্পিন ঘূর্ণিতে গুড়িয়ে দেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

প্রথম ম্যাচে শুরুটা ঝড়ো হলেও মাঝপথেই সব এলোমেলো হয়ে যায়। মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ৭৭ রানে ম্যাচ হারে সফরকারীরা। যে হারে সমর্থকরা হতাশ, ক্রিকেট বিশ্লেষকরা হতবাক। চিরাচরিত ব্যাটিং বিপর্যয় আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়েছে বাংলাদেশ দলকে।

তবে দ্বিতীয় ম্যাচের আগে আশার কথা শোনালেন ওপেনার তানজিদ হাসান তামিম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখানকার উইকেট নতুন ব্যাটারদের জন্য কঠিন। আমাদের বার্তা স্পষ্ট, যারা নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে যাবেন, তাদের সময় নিয়ে খেলা উচিত। আর যারা সেট হবে, তাদের শেষ পর্যন্ত খেলার চেষ্টা করতে হবে।

বাংলাদেশের একাদশতানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার একাদশনিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুষ্মন্ত চামিরা ও আসিথা ফার্নান্দো।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ