শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
No menu items!
বাড়িখেলাধুলাভারতকে অন্তত ২৫০ রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ

ভারতকে অন্তত ২৫০ রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ

ঢাকা টেস্টের তৃতীয় দিনে দ্বিতীং ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ১১ রান। ক্রিজে এখন আছেন  নাজমুল হোসেন শান্ত (৫) এবং জাকির হোসেন (৬)।

প্রথম ইনিংস বাংলাদেশ অলয়াউট হয় ২২৭ রানে। ওই ছোট পুঁজি নিয়ে লিড নেওয়া সম্ভব না হলেও ভারতকে নাগালের মধ্যে রাখার সুবর্ণ সুযোগ ছিলো টাইগারদের হাতে। কিন্তু গণ্ডা গণ্ডা ক্যাচ ড্রপ আর স্টাম্পিং মিস করে সফরকারিদের ৩১৪ রান পর্যন্ত যেতে দিয়েছে তারা। প্রথম ইনিংসেই পিছিয়ে পড়েছে ৮৭ রানে।

নাজমুল হোসেন শান্ত আর জাকির হোসেন দ্বিতীয় ইনিংস শুরু করে অবিচ্ছিন্ন ৭ রান তুললে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ পিছিয়ে ছিলো ৮০ রানে। খেলার বাকি আরও ২ দিন। বাংলাদেশের হাতে পুরো ১০ উইকেটই আছে। এ অবস্থায় কি হতে পারে ঢাকা টেস্টে?

সাকিবের দল ৮০ রানের ঘাটতি পুষিয়ে ভারতকে একটা চ্যাালেঞ্জিং টার্গেট দিতে পারবে কি? যদিও দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা তাইজুল ইসলাম গতকালই জনিয়েছিলেন, ভারতকে অন্তত আড়াইশো রানের লক্ষ্য দিতে চান তারা।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা