বুধবার, মে ৮, ২০২৪
No menu items!
বাড়িরাজনীতিবিএনপি নেতা মাহবুবের জীবনশঙ্কা, দোয়া চেয়েছে পরিবার

বিএনপি নেতা মাহবুবের জীবনশঙ্কা, দোয়া চেয়েছে পরিবার

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। তার জন্য দোয়া চেয়েছে পরিবার।

শনিবার (৩১ ডিসেম্বর) সকালে এক জরুরি বার্তায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খন্দকার মাহবুব হোসেন এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে লাইফ সাপোর্টে আছেন। সবশেষ জানা গেছে তিনি সংকটময় মুহূর্তে আছেন “

বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির চারবারের সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন। তিনি ১৯৩৮ সালের ২০ মার্চ জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক বাড়ি বরগুনার বামনা উপজেলায়।

খন্দকার মাহবুব হোসেন ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারে জন্যে গঠিত আদালতের প্রধান কৌঁসুলি ছিলেন তিনি। দীর্ঘ আইন পেশায় বাংলাদেশের ফৌজদারি আইন বিশেষজ্ঞ হিসেবে পরিচিতি লাভ করেন এই আইনজীবী।

সবশেষ ২০০৮ সালে বিএনপিতে যোগ দেন খন্দকার মাহবুব। বর্তমানে দলটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা