বুধবার, এপ্রিল ১৭, ২০২৪
No menu items!
বাড়িরাজনীতিফের সভাপতি শেখ হাসিনা, সম্পাদক কাদের

ফের সভাপতি শেখ হাসিনা, সম্পাদক কাদের

টানা দশমবারের মতো ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।

শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের কাউন্সিল অধিবেশনে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এবং সমর্থন করেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার। পরে উপস্থিত কাউন্সিলরদের কণ্ঠভোটে তা পাস হয়ে যায়।

অপর দিকে সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং সমর্থন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।

এর আগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিকেলে দলীয় প্রধান শেখ হাসিনা বর্তমান কমিটি বিলুপ্তির ঘোষণা দেওয়ার পরপরই নির্বাচনী অধিবেশন শুরু হয়।

শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীত ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করেন দলীয় সভাপতি শেখ হাসিনা। এরপর দলের সভাপতিসহ কেন্দ্রীয় নেতারা মঞ্চে বসেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশনের মূল পর্ব শুরু হয়।

সম্মেলনে সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন ওবায়দুল কাদের। পাশাপাশি স্বাগত বক্তব্য দেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম। সবশেষ সভাপতি শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয়।

রেকর্ড গড়েছেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রেকর্ড গড়েছেন ওবায়দুল কাদের। শনিবার দলটির ২২তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে ওবায়দুল কাদেরের পুনর্নির্বাচিত হয়েছেন। এর আগে স্বাধীন বাংলাদেশে কোনো নেতাই টানা তিন মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারেননি।

জানা গেছে, কাউন্সিল অধিবেশনে সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করা হয়। এ পদে আর কেউ প্রার্থিতা করেননি। সর্বসম্মতিক্রমে তার নামে সভাপতি হিসেবে ঘোষণার পর উপস্থিত কাউন্সলররা করতালি ও স্লোগানের মাধ্যমে তাকে অভিনন্দন জানান।

কাউন্সিলে নির্বাচন কমিশনে প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ও দলের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা