মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
No menu items!
বাড়িজাতীয়নাকুগাঁও ইমিগ্রেশন চালু

নাকুগাঁও ইমিগ্রেশন চালু

দীর্ঘ তিন বছর পর শেরপুরের নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) এ তথ্য নিশ্চিত করে নাকুগাঁও ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

ইমিগ্রেশন সূত্র জানায়, দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের কারণে ২০২০ সালের ১৮ মার্চ নাকুগাঁও স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার এবং সকল প্রকাশ পণ্যের আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে পাথর ও কয়লা আমদানি শুরু হলেও বন্ধই থেকে যায় যাত্রী পারাপার। দীর্ঘ ৩ বছর পর বৃহস্পতিবার থেকে এ ইমিগ্রেশন দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রী পারাপার শুরু হওয়ায় বৃদ্ধি পাবে সরকারের রাজস্ব।

কয়লা ও পাথর আমদানিকারকরা বলছেন, ইমিগ্রেশন খুলে দেওয়ার খবরে দুই দেশের ব্যবসায়ীরা খুশি। কারণ এই দীর্ঘ সময় যাতায়াত বন্ধ থাকায় আমদানি পণ্যের গুণগত মান যাচাই করা সম্ভব হতো না।

ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস আই হানিফ উদ্দিন যাত্রী পারাপারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আজ পাঁচজন বাংলাদেশি এবং পাঁচজন ভারতীয় নাগরিক বাংলাদেশ ইমিগ্রেশনের কাজ শেষ করে ভারতে গেছেন।”

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা