বৃহস্পতিবার, মে ২, ২০২৪
No menu items!
বাড়িজাতীয়জানা গেল দেশের মোট ভোটারের সংখ্যা

জানা গেল দেশের মোট ভোটারের সংখ্যা

দেশের মোট ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন।

বৃহস্পতিবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবসে এ তালিকা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

এর আগে সকালে ভোটার দিবস উপলক্ষে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে শোভাযাত্রা উদ্বোধন করেন প্রধান নির্বাচন কাজী হাবিবুল আউয়াল। এ সময় নির্বাচন কমিশনার ও নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের মোট ভোটারের মধ্যে ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৫৭২ জন পুরুষ, ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন নারী এবং ৮৩৭ জন হিজড়া ভোটার রয়েছেন।

গত বছর মে থেকে নভেম্বর হালনাগাদে তথ্য সংগ্রহ করা হয় ভোটার তালিকা। ১৫ জানুয়ারি খসড়া হালনাগাদ প্রকাশ করে নির্বাচন কমিশন। ২ মার্চ চূড়ান্ত হালনাগাদে এতে নতুন ভোটার বেড়েছে ৫৮ লাখ ৬৪ হাজার ৪৩০ জন

এ বছর নতুন ভোটার হয়েছেন ৮০ লাখ ৭৩ হাজার ৫৫৯ জন, ভোটার বেড়েছে ৫ দশমিক ১৮ শতাংশ। বিদ্যমান ভোটার তালিকা থেকে মৃত্যু, দ্বৈত নাগরিকত্বসহ নানা কারণে বাদ দেওয়া হয়েছে ২২ লাখ ৯ হাজার ১২৯ জনকে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা