শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
No menu items!
বাড়িআইন-আদালতপ্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে আদালতে নেয়া হয়েছে

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে আদালতে নেয়া হয়েছে

সাভারের প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামছুজ্জামান শামসকে ঢাকার সিএমএম আদালতে নেয়া হয়েছে। বাসা থেকে তুলে নেয়ার অভিযোগের একদিন পর ডিজিটাল নিরাপপত্তা আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো।

রমনার থানা ওসি জানান, এই মামলায় তাকে আদালতে নেয়া হলেও রিমান্ড চাওয়া হবে না।
এর আগে, বুধবার দিবাগত রাতে করা এই মামলায় শামসুজ্জামানের পাশাপাশি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সহযোগী ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামাদের আসামি রাখা হয়েছে।
মামলাটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল মালেক ওরফে মশিউর মালেক। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি তিনি। এর আগে, তিনি আল জাজিরায় প্রচারিত ডকুমেন্টারির বিরুদ্ধেও মামলা করেছিলেন।

এদিকে, মঙ্গলবার রাতে প্রতিবেদক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে তেজগাঁও থানায় আরও একটি মামালা করেন গোলাম কিবরিয়া নামে এক ব্যক্তি। এজহারে স্বাধীনতা দিবসে ভূল সংবাদ পরিবেশনের অভিযোগ করা হয়।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা