বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫
No menu items!
বাড়িক্যাম্পাসপ্রধান উপদেষ্টার আশা: বাড়িভাড়া বৃদ্ধির পর শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন

প্রধান উপদেষ্টার আশা: বাড়িভাড়া বৃদ্ধির পর শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ানোর পর আন্দোলনরত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরে আসবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, শিক্ষকরা যেন ভবিষ্যৎ প্রজন্ম গঠনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, এটাই সরকারের প্রত্যাশা।

মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
চলতি বছরের ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের সাড়ে ৭ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি, আগামী বছরের জুলাই মাস থেকে আরও সাড়ে ৭ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিরও সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
গত কয়েকদিন ধরে শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন দাবি নিয়ে একাধিক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। এসব বৈঠকে অংশগ্রহণ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।প্রধান উপদেষ্টা বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার মনে করে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবিগুলো যৌক্তিক। তবে গত ১৫ বছরের সীমাহীন দুর্নীতি ও লুটপাটে অর্থনীতি বিধ্বস্ত হওয়ায় এখনই বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির মতো আর্থিক সক্ষমতা রাষ্ট্রের নেই। তাই বাস্তবতার নিরীখেই সরকারকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।”তিনি সংশ্লিষ্ট উপদেষ্টাবৃন্দ, বিশেষ করে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারকে ধন্যবাদ জানিয়ে বলেন, “তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এই ইতিবাচক অগ্রগতি সম্ভব হয়েছে।”

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ