স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:
‘বিশ্বকে বদলে দিতে, বিকশিত হই আনন্দের সাথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের স্কুলমুখী করা এবং ঝরে পড়া রোধে টাঙ্গাইলের ১২টি উপজেলার ১৬০টি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠ স্থাপন করা হচ্ছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে টাঙ্গাইল সদর উপজেলার খাগজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুজন মহন্ত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রনি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমান, সাধারণ সম্পাদক শামীম আল মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত কোমলমতি শিক্ষার্থীরা খেলার মাঠ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জানায়— আগে তারা সীমিতভাবে খেলাধুলা করত, এখন তারা নতুন নতুন খেলায় অংশ নিতে পারবে। শিক্ষকরা জানান, খেলার মাঠ স্থাপন শিশুদের বিদ্যালয়মুখী করতে সহায়ক হবে। আগে অনেক শিক্ষার্থী পড়াশোনায় অনাগ্রহী ছিল, এখন খেলাধুলার সুযোগে তারা বিদ্যালয়ে আনন্দের সঙ্গে সময় কাটাবে।
অভিভাবকরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি তাদের সন্তানের জন্য শুধু শিক্ষার নয়, মানসিক বিকাশেরও এক অনন্য সুযোগ।
জেলা প্রশাসক শরীফা হক বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শিশুদের মানসিক বিকাশ, দলগত চেতনা এবং আত্মবিশ্বাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদ্যালয়ে খেলাধুলার পরিবেশ থাকলে শিশুরা নিয়মিত স্কুলে আসবে, এতে ঝরে পড়ার হার কমবে।”
তিনি আরও জানান, প্রতিটি বিদ্যালয়ে শিশুদের বয়স উপযোগী দোলনা, স্লাইড, দড়িলাফ, ব্যালান্স বোর্ডসহ বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম স্থাপন করা হবে, যাতে শিশুরা আনন্দের মধ্য দিয়ে শিক্ষা গ্রহণ করতে পারে।
উল্লেখ্য, জেলা প্রশাসনের এই ব্যতিক্রমী উদ্যোগে প্রান্তিক এলাকার শিশুদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশ নিশ্চিত করার পাশাপাশি, শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে প্রতিটি বিদ্যালয়ে বাংলাদেশের মানচিত্রের ম্যুরাল স্থাপন করা হবে।
