বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
No menu items!
বাড়িলিড নিউজবাস-ট্রেন সংঘর্ষে নিহত ১, আহত ২৭

বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১, আহত ২৭

সিরাজগঞ্জের কড্ডার মোড়ের মুনসুর আলী স্টেশন এলাকায় রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মুন্সীগঞ্জগামী তাজ পরিবহন বাসের ((ঢাকা মেট্র ব-১৫-৩১৫৩) সুপারভাইজার বাবুলের (৪০) মৃত্যু হয়েছে। তিনি ঠাকুরগাঁও জেলার রানীশংকর থানার নেকমতপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় আরও ২৭ জন আহত অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ৪-৫ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।

প্রত্যক্ষদর্শী আব্দুল মালেক বলেন, “বৃহস্পতিবার ভোর থেকেই প্রচণ্ড কুয়াশায় অন্ধকার হয়ে আছে। সকাল সাড়ে ৮টার দিকে পদ্মা এক্সপ্রেস শহীদ এম মনসুর আলী স্টেশনের কাছে এলে সিরাজগঞ্জ কড্ডা সড়কের ক্রসিংয়ে গেটম্যান না থাকায় বার তোলা ছিল। এসময় বাসটি দ্রুত পার হওয়ার সময় ট্রেন বাসের পেছনে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।”

সিরাজগঞ্জ রেলওয়ে থানার এসআই মিজানুর রহমান বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনারস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে বাবুল নামের একজনকে ঢাকায় রেফার করা হয়েছে। বাসের যাত্রী সবাই শ্রমিক কাজের জন্য ঠাকুরগাও হতে মুন্সীগঞ্জ যাচ্ছিলেন।”

সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. ফয়সাল আহম্মদ বলেন, “আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।”

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা