শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে পুলিশ সহ আহত...

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে পুলিশ সহ আহত ২০

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় অবস্থিত এএ এয়ার্ন মিলস লিমিটেডের শ্রমিকরা চলতি মাসসহ দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে বেলা সোয়া ১১টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে উভয়পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, এতে নারী শ্রমিকসহ অন্তত ১০-১২ জন আহত হন। প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় সোয়া ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে বিকেল পৌনে ৩টার দিকে শ্রমিকরা পুনরায় মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

স্থানীয়রা জানান, হঠাৎ শ্রমিকদের বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা যানবাহন আটকে পড়ে, যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
শ্রমিকদের অভিযোগ, চলতি মাসসহ গত মাসের বেতন এখনও পরিশোধ করা হয়নি। বারবার দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। এক নারী শ্রমিক জানান, “কাজ করে সময়মতো বেতন না পেয়ে আমরা কষ্টে দিন কাটাচ্ছি। পরিবার চালানো কঠিন হয়ে গেছে। আমরা বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবি জানাচ্ছি।”
দুপুর সোয়া ১২টার দিকে পুলিশের টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপে এক নারী শ্রমিক গুলিবিদ্ধ হন। আহতদের স্থানীয় হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ