সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫
No menu items!
বাড়িলিড নিউজগাজীপুরে র‌্যাব সদস্যদের অবরোধ, অস্ত্রসহ ব্যবসায়ী আটক থেকে মুক্তি

গাজীপুরে র‌্যাব সদস্যদের অবরোধ, অস্ত্রসহ ব্যবসায়ী আটক থেকে মুক্তি

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরামা এলাকায় র‌্যাব সদস্যদের অবরোধের ঘটনা ঘটেছে। রোববার বিকেল সোয়া ৫টার দিকে র‌্যাব একটি অভিযান চালিয়ে স্থানীয় এক ব্যবসায়ী মোশারফ হোসেনকে (৪০) অস্ত্রসহ আটক করার সময় স্থানীয় শতাধিক ব্যক্তি র‌্যাব সদস্যদের অবরুদ্ধ করেন। পরে তারা আটক ব্যক্তিকে র‌্যাবের কাছ থেকে ছিনিয়ে নেন।

স্থানীয়দের অভিযোগ, মোশারফকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে র‌্যাবের দুই থেকে তিনটি গাড়ি অবরুদ্ধ হয় এবং সড়কে বাঁশ ও কাঠ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। সন্ধ্যা থেকে সহস্রাধিক মানুষ সেখানে অবস্থান করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিন্যের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং রাত পৌনে ৮টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। গাজীপুরের সহকারী পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, ‘র‌্যাব সদস্যদের উদ্ধার করে নিরাপদে নিয়ে যাওয়া হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ