বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আগে নারী নেতৃত্ব তৈরি করতে হবে। নারীদের প্রস্তুত করতে হবে। কেবল তালিকা ফিলাপ করলেই হবে না।’
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা তিনি এসব কথা বলেন।
দলে নারী নেতৃত্ব ৩৩ শতাংশ করার দাবির প্রেক্ষিতে তারেক বলেন, ‘এই দাবির বিপক্ষে নই আমরা। সেটা হোক আমরাও চাই। কিন্তু এই ৩৩ শতাংশ ফিলাপ করার জন্য যোগ্য নেতৃত্ব প্রয়োজন। যার সংখ্যা দুঃখজনকভাবে কম। এখন আমরা যদি আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের দিয়ে দেই, তাহলে তো কোনো লাভ হচ্ছে না। আপনি তালিকায় নাম তুলতে পারবেন কিন্তু মাঠে বাস্তবায়ন করতে পারবেন না।’
নেতৃত্ব দেওয়ার মতো নারীদের আগে তৈরি করতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আশা করছি, আগামীতে আমরা একটি স্বাভাবিক রাষ্ট্র গঠন করতে পারব। স্বাভাবিক রাজনীতি প্রতিষ্ঠা করতে পারব। আমাদের আন্দোলনটা বৈষম্যের বিরুদ্ধে হয়েছে। সুতরাং এখানে কোনো বৈষম্য থাকবে না। যোগ্যতার ভিত্তিতে এখানে নেতৃত্ব তৈরি হবে।’