শনিবার, নভেম্বর ১, ২০২৫
No menu items!
বাড়িআবহাওয়া২০ জেলায় বজ্রসহ ভারী বৃষ্টির সতর্কতা জারি

২০ জেলায় বজ্রসহ ভারী বৃষ্টির সতর্কতা জারি

দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের ২০টি জেলায় বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। এই সতর্কতা শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৬টা থেকে রোববার (২ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত কার্যকর থাকবে।

বিডব্লিউওটির তথ্যানুযায়ী, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, সুনামগঞ্জ ও সিলেট জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া বায়ুচাপের তারতম্যের কারণে কিছু এলাকায় আকস্মিক ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। তবে এই ঝড়ো হাওয়া সব স্থানে নয়, বরং বিচ্ছিন্নভাবে দেখা দিতে পারে।

বিডব্লিউওটি আরও জানিয়েছে, শুক্রবার থেকে সোমবার (৩ নভেম্বর) পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দাদের আপাতত রোদ দেখে নির্ভার না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এইসব অঞ্চলে ভারী বৃষ্টির জন্য মেঘ তৈরি হচ্ছে।

শুক্রবার দুপুরের পর থেকে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে। রংপুর বিভাগের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে শুরু হওয়া এই বৃষ্টি ধীরে ধীরে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অন্যান্য এলাকায়ও প্রভাব ফেলতে পারে। তবে দুপুর পর্যন্ত দেশের অধিকাংশ স্থানে সাময়িক রোদ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে এ বৃষ্টির প্রভাব তুলনামূলক কম থাকবে। তবে ২ ও ৩ নভেম্বরের মধ্যে ওই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে পারে।

বিডব্লিউওটি জনগণকে সতর্ক করে জানিয়েছে— বজ্রবৃষ্টির সময় অপ্রয়োজনীয়ভাবে বাইরে না যাওয়াই নিরাপদ।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ