বুধবার, এপ্রিল ৩০, ২০২৫
No menu items!
বাড়িআন্তর্জাতিকভারতে উত্তরাখণ্ডে তুষারধসে নিহত ৪

ভারতে উত্তরাখণ্ডে তুষারধসে নিহত ৪

প্রবল তুষারধসে ভারতের উত্তরাখণ্ডের বদ্রিনাথে আটকে পড়েছিলেন ৫৭ শ্রমিক। শনিবার দুপুর পর্যন্ত ৫০ শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে চার শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনা। এখনও ভেতরে আটকে রয়েছেন পাঁচ জন।

উত্তরাখণ্ডের চামোলি জেলায় বদ্রিনাথের অদূরে মানা গ্রামে বিপর্যয়ের পরে ২৪ ঘণ্টার বেশি কেটে গেছে। দুর্ঘটনার পরে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে নামে। এছাড়াও ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশও (আইটিবিপি) বরফের নিচে আটকে থাকা শ্রমিকদের খোঁজ চালাচ্ছে।

ভারতীয় সেনাও শুক্রবার থেকেই শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। শনিবার দুপুর পর্যন্ত ৫০ শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। যদিও চার শ্রমিকের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে ভারতীয় সেনা।

প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ৫৫ শ্রমিক, যারা একটি বেসরকারি সংস্থার হয়ে কাজ করেন। বর্ডার রোড অর্গানাইজেশনের একটি সাইটের কাছে বরফ সরানোর কাজ করছিলেন তারা।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল থেকে লাগাতার তুষারপাত হচ্ছে উত্তরাখণ্ডে। তার জেরে সেনার এগনোর রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। সেই রাস্তার বরফ সরানোর কাজে ব্যস্ত ছিলেন ৫৭ শ্রমিক। মানা গ্রাম ও মানা পাসের মাঝামাঝি এলাকায় আচমকাই ধস নামে। তাতেই আটকে পড়েন ওই শ্রমিকরা।
সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা

রেমিট্যান্সে জোয়ার, ২১ দিনে এলো ২ বিলিয়ন ডলার