গত কয়েক দিনের টানা তাপদাহের পর রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। এতে নগরজীবনে কিছুটা স্বস্তি মিলেছে। বৃহস্পতিবার(৩ জুলাই) ভোর সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা। তাপপ্রবাহ অনেকটা কমে এসেছে। মিরপুর, বসুন্ধরাসহ অনেক এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।
এর আগে বুধবার এক পূর্বাভাসে আবহায়া অফিস জানায়, আজ বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিকে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এসময় দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।