রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
No menu items!
বাড়িআবহাওয়াঠাকুরগাঁওয়ে ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই

ঠাকুরগাঁওয়ে ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই

উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও জেলায় ৩ দশমিক ৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে জেলা কেন্দ্রের প্রায় ৩৩ কিলোমিটার পূর্বে এ ভূমিকম্পটি সংঘটিত হয়।
অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানায়, ভূমিকম্পটির গভীরতা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি অগভীর ভূমিকম্প ছিল।
ভূমিকম্পটি তুলনামূলকভাবে দুর্বল হওয়ায় অধিকাংশ মানুষ তা অনুভব করেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ঠাকুরগাঁওয়ের কয়েকজন বাসিন্দা ঝাঁকুনি অনুভব করার কথা জানিয়েছেন। কেউ কেউ দাবি করেছেন, কম্পনটি বেশ শক্তিশালী ছিল।
উল্লেখ্য, এর আগে গত ৫ জানুয়ারি সিলেট ও আশপাশের এলাকায় ভোররাতে ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেদিন ভোর ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের কম্পন অনুভূত হয়। সিলেট নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড়, শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলায় কম্পন অনুভূত হয়েছিল।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ