শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫
No menu items!
বাড়িখেলাধুলা৩৮ বছর বয়সি স্পিনারকে নিয়ে পাকিস্তানের দল ঘোষণা

৩৮ বছর বয়সি স্পিনারকে নিয়ে পাকিস্তানের দল ঘোষণা

এশিয়া কাপ হারের ক্ষত ভুলে মাঠে নেমে পড়তে হচ্ছে পাকিস্তানকে। অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে দলটি।

মঙ্গলবার এই সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক প্যানেল।

প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট স্কোয়াডে সাদা পোশাকে অনভিষিক্ত তিনজনকে দলে ডেকেছেন নির্বাচকরা। তারা হলেন- ৩৮ বছর বয়সী বাঁহাতি স্পিন অলরাউন্ডার আসিফ আলী, ২২ বছর বয়সী বাঁহাতি লেগ স্পিনার ফয়সাল আকরাম এবং ২৩ বছর বয়সী উইকেটকিপার ব্যাটার রোহাইল নাজির।

লাহোরে আগামী ১২ অক্টোবর সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে। দ্বিতীয় টেস্টটি হবে ২০ অক্টোবর। টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন শান মাসুদ। তার অধীনে ১২ টেস্টে মাত্র তিনটি জিতেছে পাকিস্তান। তবু অধিনায়কের আর্মব্যান্ড ধরে রেখেছেন তিনি।

পাকিস্তানের টেস্ট দল

শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, আসিফ আফ্রিদি, বাবর আজম, ফয়সাল আকরাম, হাসান আলী, ইমাম উল, কামরান গোলাম, খুররম শাহজাদ, মোহাম্মদ রিজওয়ান, নোমান আলী, রোহাইল নাজির, সাজিদ খান, সালমান আগা, সৌদ শাকিল ও শাহীন আফ্রিদি।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ