শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫
No menu items!
বাড়িখেলাধুলাহংকংয়ের বিরুদ্ধে বল হাতে দারুণ সূচনা বাংলাদেশের

হংকংয়ের বিরুদ্ধে বল হাতে দারুণ সূচনা বাংলাদেশের

হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচ হারায় টুর্নামেন্টে টিকে থাকতে আজ জিততেই হবে হংকংকে। এ অবস্থায় দলটির বিপক্ষে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। পাওয়ার প্লে-তেই হংকংয়ের দুই উইকেট তুলে নিয়েছেন বোলাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে দুই উইকেটে ৩৪ রান সংগ্রহ করেছে হংকং। জিসান আলী ৫ ও নিজাকাত খান ৪ রানে ব্যাট করছেন।

আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। বল হাতে নিজের প্রথম ওভারেই সাফল্য পান তাসকিন আহমেদ। হংকংয়ের ওপেনার অংশুমান রাথকে উইকেটের পেছনে লিটন দাসের তালুবন্দী করেন তিনি। এই ব্যাটার ফেরেন ৪ রানে।

শুরুতেই ধাক্কা খাওয়ার পর কিছুটা সাবধানে এগোতে থাকে হংকং। তবে এই জুটিকে বেশিক্ষণ টিকতে দেননি তানজিম হাসান সাকিব। ইনিংসের পঞ্চম ওভারে ১৪ রান করা বাবর হায়াতকে বোল্ড করেন তিনি। অন্যপ্রান্তে দেখে খেলতে থাকা জিসানকে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন নিজাকাত।

এবারের আসর ঘিরে যথেষ্ট প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। ঢাকা-সিলেটে দুই দফায় হয়েছে ট্রেনিং ক্যাম্প। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের কাছ থেকে তালিম নিয়েছে লিটন-শান্তরা। এ ছাড়া টানা তিন সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়েই দুবাইয়ে গেছে বাংলাদেশ দল। এবার মাঠের ক্রিকেটে নিজেদের প্রমাণ করার পালা।

বাংলাদেশের একাদশ

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ