সোমবার, অক্টোবর ২৭, ২০২৫
No menu items!
বাড়িখেলাধুলাবাফুফের সভায় শুধু সাফল্যের ফিরিস্তি, নেই ব্যর্থতার আলোচনা

বাফুফের সভায় শুধু সাফল্যের ফিরিস্তি, নেই ব্যর্থতার আলোচনা

গত বছর এই দিনে বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হয়। তাবিথ আউয়ালের নেতৃত্বে নতুন কার্যনিবার্হী কমিটি আজ এক বছর পূর্ণ করেছে। এমন দিনে বাফুফে ভবনে ৫ম সাধারণ নির্বাহী সভা ছিল। সেই সভায় ছয়টি আলোচ্যসূচি থাকলেও গঠনতন্ত্র সংশোধন নিয়ে আলোচনা এবং গত এক বছর বাফুফের সাফল্য কমর্কান্ডের ফিরিস্তি দিয়েই সভা শেষ হয়েছে।

প্রায় ঘণ্টা চারেক বাফুফে ভবনে আজ সভা হয়েছে। সভা শেষে নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘আজ তাবিথ আউয়ালের নেতৃত্বে বাফুফে নির্বাহী কমিটি এক বছর অতিক্রম করল। এই উপলক্ষ্যে বাফুফে সভাপতি নির্বাহী কমিটির সকলকে এবং আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমরা এক বছর অনেক ফুটবল কর্মকান্ডে অংশগ্রহণ করেছি। নারী দল সাফ চ্যাম্পিয়ন, প্রথমবারের মতো নারী দলের এশিয়া কাপের মূল পর্বে কোয়ালিফাই করেছে, ফুটসাল এশিয়ান কাপ বাছাইয়ে খেলেছে, হামজা-সামিতের মতো ফুটবলার বাংলাদেশের হয়ে খেলছে, এ রকম অনেক সফলতাই আমাদের এসেছে। ব্যর্থতা থাকলে সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।’

গত এক বছরের সফলতার বর্ণনা দিয়ে খোদা হাফেজ বলে বাবু সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করছিলেন। সেই সময় ব্রিফিং কাভার করা সাংবাদিকরা বলেন, ‘এক বছরের কর্মকান্ড সম্পর্কে আমরা অবহিত। আজকের সভার সিদ্ধান্ত কী?’ এর প্রেক্ষিতে বাবু বলেন, ‘আজকের সভায় মূলত গঠনতন্ত্র সংশোধন নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। ফিফা-এএফসি গাইডলাইন অনুসারে গঠনতন্ত্র সংশোধন হচ্ছে। নির্বাহী কমিটির অনেকে মতামত রেখেছে। গঠনতন্ত্র নিয়ে ৫০-৬০ শতাংশ কাজ হয়েছে মাত্র। আরো সভা ও সময় লাগবে।’

আজকের সভায় ছয়টি এজেন্ডার মধ্যে ঢাকায় অনুষ্ঠেয় সিঙ্গাপুর-হংকং ম্যাচের আয়-ব্যয়ের হিসাব দু’টি আলাদা বিষয় হিসেবে ছিল। ২৩ আগস্টের সভার পর মিডিয়া কমিটির চেয়ারম্যান বাবুই বলেছিলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে ভূটান-সিঙ্গাপুর ম্যাচের আলাদা আলাদা হিসাব ফিন্যান্স বিভাগকে দিতে বলা হয়েছে।’ হংকং ম্যাচ শেষ হয়ে এখন ভারত আসছে কয়েক দিন পর এখনো সিঙ্গাপুর ম্যাচের আয়-ব্যয়ই পরিষ্কার করতে পারেনি ফেডারেশন। এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে বাবু বলেন, ‘এই বিষয়টি আলোচনায় উঠেনি। গঠনতন্ত্র ও এক বছরের কর্মকান্ড নিয়ে অনেক আলোচনা হওয়ায় দু’টি বিষয় আলোচনা হয়নি।’

বাফুফের বিদ্যমান গঠনতন্ত্রে নারী ফুটবল লিগে অংশগ্রহণকারী শীর্ষ চার দল ভোটাধিকার পায়। প্রস্তাবিত গঠনতন্ত্রে নারী ফুটবল লিগে অংশগ্রহণকারী সকল দলেরই ভোটাধিকার রাখা হয়েছে। নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ও আরো কয়েকজন নারী লিগের সকল ক্লাবের ভোটাধিকারের পক্ষে। নারী লিগে সুনির্দিষ্ট কাঠামো না থাকায় চারটি ভোটের রাখার পক্ষে আবার অনেকে। এ নিয়ে বাকবিতণ্ডায় বেশ সময় ক্ষেপণ হয়।

তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন কমিটির এক বছরে বেশ কিছু সাফল্য ও নতুন কর্মকাণ্ড রয়েছে। আবার গত এক বছরে পাইওনিয়ার, প্রথম-তৃতীয় বিভাগ ফুটবল হয়নি। জেলা ফুটবল স্থবির। এ রকম ব্যর্থতাও রয়েছে। জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পারফরম্যান্স নিয়ে প্রচুর সমালোচনাও রয়েছে। ব্যর্থতা, সীমাবদ্ধতা নিয়ে কোনো আলোচনাই কি হয়নি? সাংবাদিকদের এমন প্রশ্নের প্রেক্ষিতে বাবু বলেন, ‘না, আমাদের এ রকম আলোচনা হয়নি। হলে তো অবশ্যই বলতাম। জাতীয় দলের বিষয়ে কোনো কথা হয়নি। এটি জাতীয় দল কমিটির বিষয়, সভাপতি নিজেই এটার চেয়ারম্যান।’

২০২৪ সালের ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তিন দিন পরেই সাবিনারা কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়ন হয়। ৯ নভেম্বর বাফুফের প্রথম নির্বাহী সভায় সাফ চ্যাম্পিয়ন দলকে দেড় কোটি টাকা বোনাস প্রদানের সিদ্ধান্ত হয়। আজ এক বছর পূর্তির দিনে সফলতার এত ফিরিস্তি আলোচনা হলেও সাবিনা-ঋতুপর্ণাদের বোনাস নিয়ে কোনো কথা হয়নি, ‘আজকে এটা নিয়ে আলোচনা হয়নি। আমরা সামনে আলোচনার মাধ্যমে এটা তাদের প্রদানের ব্যবস্থা করব।’

২৩ আগস্ট ঢাকার একটি রিসোর্টে নির্বাহী সভা শেষেও মিডিয়ার সামনে বাবু এমন কথাই বলেছিলেন। দুই মাস পর আরেক সভার পর একই কথার পুনরাবৃত্তি। নারী ফুটবল দল বাফুফে অনেক সাফল্য এনে দিলেও তাদের প্রতিশ্রুতি পূরণ করছে না ফেডারেশন।

গত বছর ৯ নভেম্বর নির্বাহী সভায় স্ট্যান্ডিং কমিটিগুলোর (ফিন্যান্স বাদে) মেয়াদ এক বছর সিদ্ধান্ত হয়। সেই হিসেবে ৯ নভেম্বরের পর কমিটি মেয়াদ উত্তীর্ণ হবে। এ নিয়ে প্রশ্ন হলে বাবুর মন্তব্য, ‘আমাদের কমিটির মেয়াদ এক বছর থাকলেও সভাপতি চাইলে সেটা বাড়াতে পারবেন।’ যদিও বাফুফের বিদ্যমান গঠনতন্ত্রে রয়েছে স্ট্যান্ডিং কমিটির অনুমোদন নির্বাহী কমিটির মাধ্যমেই হতে হবে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ