সোমবার, নভেম্বর ৩, ২০২৫
No menu items!
বাড়িখেলাধুলাদক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতল ভারত

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতল ভারত

নারী ওয়ানডে ক্রিকেটে ইতিহাস গড়ল ভারত। প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছে তারা। এর আগেও দুইবার বিশ্বকাপের ফাইনাল খেলেছে ভারত, তবে শিরোপাটা ছুঁয়ে দেখা হয়নি একবারও। তবে এবার আর স্বপ্নভঙ্গ হয়নি ভারতীয় মেয়েদের।

দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতল ভারত। 

২০০৫ সালে অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হেরেছিল ভারত। আর ২০১৭ সালে ভারতের স্বপ্নভঙ্গ করে ইংল্যান্ড। তবে এবার আর ভুল করেনি, প্রথমবারের মতো ওয়ানডেতে বিশ্বচ্যাম্পিয়নের তকমা পেয়ে গেল ভারতীয় নারী ক্রিকেট দল।

 

ইতিহাসে এবারই প্রথমবার ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে ছাড়া ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো। নারী ওয়ানডে বিশ্বকাপের প্রতি আসরেই হয় অস্ট্রেলিয়া নতুবা ইংল্যান্ড ফাইনাল ম্যাচে থাকতই। কিন্তু এবার এই দুই দলের কোনো দলই ফাইনালে ছিল না। তাই নতুন চ্যাম্পিয়ন দল পেতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব, তা আগে থেকেই জানা ছিল।

 

রবিবার (২ নভেম্বর) নাবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় ভারত। স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মার উদ্বোধনী জুটি থেকেই আসে ১০৪ রান। শেফালি ও দীপ্তি শর্মার ফিফটি এবং স্মৃতির ৪৫ রানের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৮ রানের পুঁজি পায় ভারত।

জবাব দিতে নেমে কিছুটা ধীরগতিতে খেলতে থাকেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার লরা ভলভার্ট ও তাজমিন ব্রিটস।

দুজনের উদ্বোধনী জুটি থেকে আসে ৫৭ বলে ৫১ রান। ৩৫ বলে ২৩ রান করে রান আউটে কাটা পড়েন ব্রিটস। তিন নম্বরে ব্যাট করতে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি আনিকা বশ। ৬ বলে কোনো রান না করেই বিদায় নেন শ্রী চরণীর বলে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়ে। 

তৃতীয় উইকেট জুটিতে সুনে লুসকে নিয়ে ৫২ রানের জুটি গড়েন ভলভার্ট। শেফালির বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৩১ বলে ২৫ রান। মারিজান কাপও টিকতে পারেননি বেশিক্ষণ। বিদায় নিয়েছেন ৫ বলে ৪ রান করেই।

সিনালো জাফতা ফেরেন ২৯ বলে ১৬ রান করে। এরপর আনেরি ডের্কসেনকে নিয়ে ৬১ রানের জুটি গড়েন ভলভার্ট। দলীয় ২০৯ রানের মাথায় দীপ্তির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ৩৭ বলে ৩৫ রান করা ডের্কসেন।

এক প্রান্ত আগলে রেখে একাই লড়াই করে যাচ্ছিলেন অধিনায়ক লরা ভলভার্ট। এক পর্যায়ে তুলে নেন সেঞ্চুরি। তবে এরপর আর টিকতে পারেননি বেশিক্ষণ। ৯৮ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলে বিদায় দীপ্তির বলে বড় শট খেলতে গিয়ে।

এরপর আর বাকিদের কেউই তেমন সুবিধা করতে পারেননি। ভারতের ২৯৮ রানের বিপরীতে ৪৫ ওভার তিন বলে সব উইকেট হারিয়ে ২৪৬ রান করতে সমর্থ হয় দক্ষিণ আফ্রিকা।

এর আগে বৃষ্টির কারণে ফাইনালের টসে বিলম্বে হয়েছে। খেলাও শুরু হয়েছে দেরিতে। টস হেরে ব্যাট করতে নামা ভারতকে ঘরের মাঠে দারুণ শুরু এনে দেয় স্মৃতি মান্ধানা-শেফালি ভার্মার ওপেনিং জুটি। ১৭.৪ ওভারে প্রথম উইকেট হারানোর আগেই ১০৪ রান স্কোরবোর্ডে জমা করে ভারত। ৫৮ বলে ৮ চারে ৪৫ রান করা স্মৃতিকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ত্রিয়ন।

স্মৃতির বিদায়ে ক্রিজে আসেন সেমিফাইনালে ভারতের জয়ের নায়ক জেমিমা রদ্রিগেজ। শেফালির সঙ্গে ৬২ রানের জুটি গড়েন তিনি। দলীয় ১৬৬ রানে বিদায় নেন সেঞ্চুরির পথে থাকা শেফালি। ৭৮ বলে ৭ চার ও ২ ছক্কায় ৮৭ রান করে খাকার বলে লুসের হাতে ধরা পড়েন তিনি। এটিই শেফালির সর্বোচ্চ ইনিংস।

আগের ম্যাচে অপরাজিত ১২৭ রানের ইনিংস খেলা রদ্রিগেজ এদিন আর বড় ইনিংস খেলতে পারেননি। সেট হয়েও আউট হয়ে গেছেন ৩৭ বলে ২৪ রানের ইনিংস খেলেই। খাকার বলে উলভার্টের হাতে ক্যাচ দেন তিনি।

অধিনায়ক হারমানপ্রীতও ইনিংস বড় করতে পারেননি। ২৯ বলে ২০ রান করে এমলাবার বলে বোল্ড হয়ে যান তিনি। ডি ক্লার্কের বলে তার হাতেই ক্যাচ দেয়ার আগে আমানজীত করেন ১২ বলে ১৪।

পাঁচে নামা দীপ্তি অবশ্য আত্মবিশ্বাসী ছিলেন। সাতে নামা রিচা ঘোষ নেমেই ঝড় তোলেন। দীপ্তি-রিচার দারুণ জুটি ভারতকে তিন শ’র বেশি রানের আশা দেখাচ্ছিল। কিন্তু ৪৯তম ওভারের শেষ বলে আউট হন রিচা। দলের স্কোর তখন ২৯২।

২৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৪ রান করেন রিচা। অর্ধশতক হাঁকানো দীপ্তি ইনিংসের একদম শেষ বলে রানআউট হন। ৫৮ বলে ৩ চার ও ১ ছক্কায় ৫৮ রান করেন তিনি। ৩ রানে অপরাজিত থাকেন রাধা যাদব। প্রোটিয়াদের পক্ষে খাকা ৩টি, এমলাবা, ডি ক্লার্ক এবং ত্রিয়ন ১টি করে উইকেট শিকার করেন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ