৪২ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে ওপেন বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ৯ খেলায় সাড়ে আট পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন।
এটি সাকলাইনের দ্বিতীয় জুনিয়র শিরোপা। এবার জুনিয়র প্রতিযোগিতায় আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া অংশগ্রহণ না করায় সাকলাইনের শিরোপা অনেকটা অনুমেয়ই ছিল। তাই নিজেই এবার বেশ সহজেই চ্যাম্পিয়ন হয়েছেন বললেন, ‘গত বারের তুলনায় এবার প্রতিপক্ষ সহজ ছিল। মনোযোগ ও ফর্ম দু’টোই ছিল ফলে তেমন কষ্ট হয়নি চ্যাম্পিয়ন হতে।’
বাংলাদেশের সম্ভাবনাময় দাবাড়ু সাকলাইন। এবার জাতীয় উন্মুক্ত প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিলেন সাকলাইন। জাতীয় চ্যাম্পিয়নশিপ হওয়ার সপ্তাহ খানেক পরই এই টুর্নামেন্ট হওয়ায় সেই ফর্মই বজায় রেখেছেন এই ফিদে মাস্টার। ২৩১৭ রেটিংধারী সাকলাইনের প্রত্যাশা দ্রুত আন্তর্জাতিক মাস্টার হওয়ার, ‘আমার এখনো আইএম নর্ম নেই। এখন লক্ষ্য দ্রুত আন্তর্জাতিক মাস্টার হওয়ার। এজন্য বেশি টুর্নামেন্ট ও প্রশিক্ষণ প্রয়োজন। দাবা ফেডারেশন রাশিয়ান কোচ এনেছে। এজন্য ধন্যবাদ জানাই। বিদেশে টুর্নামেন্ট খেলতে সহায়তা পেলে দ্রুত আন্তর্জাতিক মাস্টার হতে পারব।’