রাওয়ালপিন্ডি টেস্টে প্রথম ইনিংসে পাকিস্তান করেছে ৩৩৩ রান। আর দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে ২৩৫ রানে অস্টম উইকেট হারায়। তখন মনে হচ্ছিল, বড় লিডই পেতে যাচ্ছে পাকিস্তান। কিন্তু তা হতে দেননি সেনুরান মাথুসামি আর কাগিসো রাবাদা।
নবম উইকেটে কেশভ মহারাজকে সঙ্গে নিয়ে ৭১ রানের জুটি গড়েন মাথুসামি। ৩০ রান করে মহারাজ ফিরলেও ব্যাক্তিগত ফিফটি তুলে নেন মাথুসামি। দশম উইকেটে রাবাদাকে সঙ্গে নিয়ে তুলেন ৯৮ রান। টেস্টে শেষ উইকেটে সপ্তম সর্বোচ্চ রানের জুটি এটি।
রাবাদা রীতিমতো ঝড় তোলেন। ৩৮ বলেই তুলে নেন ফিফটি। ৪টি করে চার ও ছক্কায় ৬১ বলে করেন ৭১ রান। প্রোটিয়াদের হয়ে টেস্টে ১১ নম্বর ব্যাটার হিসেবে সর্বোচ্চ রান এখন এটি।
এর আগে ১৯০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে আলবার্ট ভোগলার করেছিলেন ৬২ অপরাজিত। রাবাদা সেই রেকর্ড ভেঙে ৭১ রান করেন।
রাবাদা আউট হয়ে যাওয়ায় সঙ্গীর অভাবে সেঞ্চুরি পাওয়া হয়নি মাথুসিমার। ১৫৫ বলে ৮৯ রান করে অপরাজিত থেকেছেন তিনি।
শেষ পর্যন্ত ৪০৪ রান করেছে দক্ষিণ আফ্রিকা। তাতে ৭১ রানের লিড পায় প্রোটিয়ারা।