শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫
No menu items!
বাড়িখেলাধুলাইতালিকে হারিয়ে বিশ্বকাপের পরের রাউন্ডে আর্জেন্টিনা, ব্রাজিলের বিদায়

ইতালিকে হারিয়ে বিশ্বকাপের পরের রাউন্ডে আর্জেন্টিনা, ব্রাজিলের বিদায়

চিলিতে চলছে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ। যেখানে রোববার (৫ অক্টোবর) ভোরে ডি গ্রুপের শেষ ম্যাচে ইতালিকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। তিন ম্যাচের সবগুলো জিতে ৯ পয়েন্ট নিয়ে রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নিয়েছে আলবিসেলেস্তে যুবারা।

ইতালির বিপক্ষে ম্যাচে শুরু থেকেই বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল আর্জেন্টিনা। মোট ৬১ শতাংশ বল দখলে রেখে তারা ১৩টি শট নেয়, যার মাত্র একটিই লক্ষ্যে ছিল। তবে সেই একটি শটই ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল। ৭৪তম মিনিটে আনদ্রাদার পাস থেকে ডিফেন্ডার ডিলান তমাস গোরোসিতো একমাত্র গোলটি করেন।

অবশ্য এর আগে ইতালিও গোল করেছিল। তবে আক্রমণের শুরুতে আর্জেন্টাইন ফুটবলারকে ফাউল করায় সেটি ভিএআরে দেখে বাতিল করেন রেফারি। অন্যদিকে বাঁচা-মরার লড়াইয়ে হার নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল। প্রথম দুই ম্যাচে মেক্সিকোর সঙ্গে ড্র এবং মরক্কোর বিপক্ষে হারের পর, স্পেনের বিপক্ষে জয়ই ছিল দলটির শেষ ষোলোতে যাওয়ার একমাত্র পথ।

তবে লড়াকু পারফরম্যান্স করেও গোলের দেখা পায়নি ব্রাজিল। অষ্টম মিনিটেই জোয়াও ক্রুজের ভলি পোস্টে লেগে বাইরে চলে যায়। একাধিক আক্রমণ করেও স্পেনের গোলরক্ষক ফ্রান গঞ্জালেজকে পরাস্ত করতে ব্যর্থ হয় সেলেসাওরা। এর বিপরীতে ৪৭তম মিনিটে ইকার ব্রাভোর একমাত্র গোলে ম্যাচ জিতে নেয় স্পেন।

 

পাবলো গার্সিয়ার পাস ধরে ব্রাজিলের রক্ষণ ও গোলরক্ষককে পরাস্ত করে গোলটি করেন ব্রাভো। বাকি সময় চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি ব্রাজিল। তাই ৩ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে সি গ্রুপের তলানিতে থেকে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে সেলেসাও যুবারা।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

ধান লাগাই দেমু: হাসনাত আব্দুল্লাহ

অনিশ্চয়তা বাড়ছে নির্বাচন নিয়ে?

জনপ্রিয় সংবাদ