বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫
No menu items!
বাড়িখেলাধুলাশ্রেয়াস আইয়ারের অবস্থা এখন স্থিতিশীল : বিসিসিআই

শ্রেয়াস আইয়ারের অবস্থা এখন স্থিতিশীল : বিসিসিআই

গত শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে গুরুতর চোট পান ভারতীয় ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। এরপর সিডনির এক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিতে হয় তাকে। ভারতীয় এই ব্যাটসম্যানের সর্বশেষ অবস্থা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়ার সই করা এক বিবৃতিতে বলা হয়, ২৫ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে শ্রেয়াস আইয়ার তলপেটে চোট পান। এতে তার প্লীহা কেটে যায় এবং অভ্যন্তরীণ রক্তপাত হয়। আঘাতটি দ্রুত শনাক্ত করা হয় এবং তাৎক্ষণিক চিকিৎসার মাধ্যমে রক্তপাত বন্ধ করা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, মঙ্গলবার করা পুনরায় এমআরআই স্ক্যানে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে এবং শ্রেয়াস এখন সুস্থ হয়ে ওঠার পথে। বিসিসিআই মেডিকেল টিম সিডনি ও ভারতের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ নিয়ে তার সুস্থতার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

 

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ