রবিবার, অক্টোবর ১২, ২০২৫
No menu items!
বাড়িখেলাধুলাশিরোপা ধরে রাখতে ১৩৭ রান করতে হবে রংপুরকে

শিরোপা ধরে রাখতে ১৩৭ রান করতে হবে রংপুরকে

এনসিএল টি-টোয়েন্টির শিরোপা ধরে রাখার দারুণ সুযোগ পেয়েছে রংপুর রাইডার্স। দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালে প্রতিপক্ষ খুলনা বিভাগকে ১৩৬ রানে আটকিয়ে।

এই সিলেটেই ২০২৪ সালে প্রথম আসরের ফাইনালে ঢাকা মেট্রোপলিসকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর। এবারের ফাইনালের শুরুটাও দারুণ হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

ইনিংসের দ্বিতীয় বলেই ইমরানুজ্জামানকে (০) আউট করে রংপুরকে উইকেট উদযাপনের মুহূর্ত এনে দেন নাসুম আহমেদ।দ্বিতীয় উইকেটে ১৯ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলানোর চেষ্টা করেন সৌম্য সরকার ও এনামুল হক বিজয়। তবে ২ রানের ব্যবধানে দুজনের বিদায়ে চাপে পড়ে খুলনা। ওপেনার সৌম্যর ৮ রানের বিপরীতে রান আউট হন ১২ রান করা বিজয়।

অধিনায়ক মোহাম্মদ মিঠুন এক প্রান্ত আগলে রেখে রান বাড়ানোর চেষ্টা করলেও তাকে সঙ্গ দিতে আসে দুই সতীর্থ আফিফ হোসেন (১৪) ও শেখ পারভেজ জীবনও (৮) ফেরেন দ্রুত। 

তাতে খুলনার দলীয় স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৬৯ রান। ততক্ষণে ওভারও শেষ ১২.৫। সেখান থেকে ষষ্ঠ উইকেটে মৃত্যুঞ্জয় চৌধুরীকে নিয়ে ৪৪ রানের জুটি গড়ে দলকে ১৩৬ রানের পথ দেখান মিঠুন।

তবে ২ রানের ব্যবধানে তাদের সঙ্গে ড্রেসিংরুমের পথ ধরেন কোয়ালিফায়ার ম্যাচের নায়ক অভিষেক দাস। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন মিঠুন। ইনিংসটি সাজান ৩ ছক্কার বিপরীতে ১ চারে। রংপুরের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন আব্দুল্লাহ আল মামুন। 

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ