মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নিজের শততম ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে মাঠে নেমে সেঞ্চুরি করার অনন্য কীর্তি গড়লেন তিনি। বিশ্ব ক্রিকেটেও এটি মাত্র ১২তম ঘটনা।
প্রথম দিন ৯৯ রানে অপরাজিত ছিলেন মুশফিক। দ্বিতীয় দিনের শুরুতেই পেসার জর্ডান নিলের ওভারের তৃতীয় বলে এক রান নিয়ে শতরানে পৌঁছান অভিজ্ঞ এই উইকেটকিপার–ব্যাটার। বিশ্বের মাত্র ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়লেন তিনি। এর আগে কিংবদন্তি রিকি পন্টিং নিজের শততম টেস্টে করেছিলেন জোড়া সেঞ্চুরি।
লিটন দাসকে নিয়ে ১০৭ রানের জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান মুশফিক। লিটনের ২০তম টেস্ট ফিফটি এবং এই জুটি বাংলাদেশের সপ্তম উইকেটে সর্বোচ্চ রান জুটি হিসেবেও ইতিহাসে জায়গা করে নিল।
ব্যক্তিগত ১০৬ রানে মুশফিককে থামান বাঁহাতি স্পিনার হামফ্রিস। অতিরিক্ত বাউন্স আর টার্ন সামলাতে গিয়ে দ্বিতীয় স্লিপে বলবার্নির হাতে ক্যাচ দেন তিনি। আউট হওয়ার পর আইরিশ খেলোয়াড়রা এগিয়ে এসে করজোড়ে অভিনন্দন জানান এই কীর্তিমান ব্যাটারকে।
এর আগে দিনের শুরুতে বাংলাদেশ প্রথম দিন শেষ করেছিল ৪ উইকেটে ২৯২ রান নিয়ে। সাদমান ইসলাম করেন ৩৫, মাহমুদুল হাসান জয় ৩৪ এবং মুমিনুল হক ৬৩ রান। মুমিনুলের সঙ্গে ১০৭ রানের দারুণ জুটি দলকে বড় রানে এগিয়ে দেয়।
শততম ম্যাচে সেঞ্চুরির মাধ্যমে আবারও প্রমাণ করলেন নিজের ক্লাস, অভিজ্ঞতা ও বাংলাদেশ ক্রিকেটে অমূল্য অবদান। মিরপুরের গ্যালারিতে তাই সকাল থেকেই ছিল উচ্ছ্বাসে ভরপুর এক উৎসবমুখর পরিবেশ।
