এশিয়ান কাপ বাছাইপর্বে হংকং, চায়নার বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে দ্বিতীয় ম্যাচেই স্মরণীয় কীর্তি গড়েছেন শমিত সোম। ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে মাঠে নেমে ইনজুরি সময়ে দুর্দান্ত এক হেডে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করেন কানাডা প্রবাসী এই ফুটবলার।
বাংলাদেশের জার্সিতে প্রথম গোল করায় শমিতের লিগ কানাডিয়ান প্রিমিয়ার লিগ তাকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছে।
কানাডিয়ান প্রিমিয়ার লিগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে শমিতকে অভিনন্দন জানিয়ে লিখেছে, ‘ক্যাভালরি এফসির মিডফিল্ডার শমিত সোমকে অভিনন্দন, যিনি বাংলাদেশের হয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নিজের প্রথম গোলের দেখা পেয়েছেন।’
পোস্টটিতে শমিতের একটি ছবিও যুক্ত করা হয়, যেখানে তাকে তিনজন সমর্থকের সঙ্গে বাংলাদেশের পতাকা হাতে দেখা যায়।
গত বৃহস্পতিবারের ঘরের মাঠে এশিয়ান কাপ বাছাইপর্বে হংকং, চায়নার বিপক্ষে ম্যাচটিতে ৩-২ গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ শমিতের গোলই সমতা ফিরিয়েছিল। তবে ব্যক্তিগত অর্জনের এই দিনে দলীয় সাফল্য অধরাই থেকে গেছে তার; ম্যাচটি বাংলাদেশ হেরেছে ৪-৩ ব্যবধানে।
বাংলাদেশের জার্সিতে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক ঘটেছিল মিডফিল্ডার শমিত সোমের। তবে ওই ম্যাচে দুর্দান্ত খেলেও গোলের দেখা পাননি কানাডা প্রবাসী এই ফুটবলার। তবে দ্বিতীয় ম্যাচেই গোলের দেখা পেয়ে নিজের প্রতিভার জানান দিলেন শমিত।