বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫
No menu items!
বাড়িখেলাধুলাভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে ভাঙছে শত বছরের প্রথা

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে ভাঙছে শত বছরের প্রথা

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে ২২ নভেম্বর ভারতের ক্রিকেট দল ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দুই ম্যাচের সিরিজের শেষ টেস্ট শুরু হবে। ওই ম্যাচে এক ঐতিহাসিক পরিবর্তন দেখা যাবে। সেটি হলো মধ্যাহ্নভোজের আগে চা বিরতি নেওয়া হবে।

ভারতের পূর্বাঞ্চলে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়ের কারণে এই বিরল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সময়সূচী অনুযায়ী, প্রথম সেশন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চলবে। এরপর ২০ মিনিটের চা বিরতি, দ্বিতীয় সেশন সকাল ১১টা ২০ থেকে ১টা ২০ পর্যন্ত, তারপর দুপুর ১ টা ২০ থেকে ২টা পর্যন্ত মধ্যাহ্নভোজ এবং শেষ সেশন ২টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, ‘গুয়াহাটিতে সূর্যোদয় ও সূর্যাস্ত তাড়াতাড়ি হওয়ায় আমরা প্রথমবার চা বিরতির সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। এতে মাঠে খেলোয়াড়দের জন্য অতিরিক্ত সময় থাকবে।’

ইতিহাসগতভাবে ভারতের টেস্ট ম্যাচগুলো সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হয়, ৪০ মিনিটের মধ্যাহ্নভোজ এবং ২০ মিনিটের চা বিরতি থাকে। তবে গুয়াহাটিতে নতুন সময়সূচী খেলোয়াড়দের সুবিধা দেবে এবং প্রতিদিন ৯০ ওভার নিশ্চিত করার জন্য ম্যাচ কর্মকর্তারা সময় বাড়াতে পারবেন।

উল্লেখ্য, সিরিজের প্রথম দুই টেস্ট কলকাতার ইডেন গার্ডেনে ১৪ নভেম্বর শুরু হবে। ভারত এবং দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত ৪৪টি টেস্টে মুখোমুখি হয়েছে, যার মধ্যে ভারত জিতেছে ১৬, দক্ষিণ আফ্রিকা ১৮ এবং ১০টি ম্যাচ ড্র হয়েছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ