সোমবার, নভেম্বর ৩, ২০২৫
No menu items!
বাড়িখেলাধুলাবিপিএলে থাকছে না নোয়াখালী, বাদ পড়ল দুই ফ্র্যাঞ্চাইজি

বিপিএলে থাকছে না নোয়াখালী, বাদ পড়ল দুই ফ্র্যাঞ্চাইজি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পেতে সবমিলিয়ে ১১টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছিল। এর মধ্যে আলোচনার জন্য ৯টি প্রতিষ্ঠানকে গেল বৃহস্পতিবার আমন্ত্রণ জানিয়েছিল বিসিবি। আমন্ত্রণ না পাওয়া ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে ছিল চিটাগং কিংস ও নতুন আবেদন করা দেশ ট্রাভেলস।

এই দুটি প্রতিষ্ঠান বিপিএলে দল পাচ্ছে না সেটা অনুমিতই ছিল। তবে এবার চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে আরও দুটি প্রতিষ্ঠান। এর মধ্যে আছে নোয়াখালির নামে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ দেখানো বাংলা মার্ক। তাদেরকে প্রাথমিক যাচাই বাছাই শেষে বাদ দেয়া হয়েছে।

এবার বিপিএলে দল পাচ্ছে না খুলনা টাইগার্সের মালিকানাধীন প্রতিষ্ঠান মাইন্ড ট্রিও। তবে কী কারণে তারা বাদ পড়েছে তা জানা যায়নি।

এ প্রসঙ্গে বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘১১ টা থেকে ৮ টা করা হয়েছে। আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোম্পানি… ব্যাপারটা হচ্ছে ইওআইতে অনেক ডকুমেন্ট চাওয়া হয়েছিল। এই তিনটা কোম্পানির ডকুমেন্টের ঘাটতি ছিল বলে তারা কোয়ালিফাই করতে পারেনি। প্রাথমিক যাচাই-বাছাই এবং মূল্যায়ন প্রক্রিয়া শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের আইন বিভাগ, লিগ্যাল কনসালেটেন্সি ফার্ম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম ১১টি ইওআই অংশগ্রহণকারীর নথি পর্যালোচনা করেছে।’

তিনি আরও যোগ করেন, ‘বিপিএলের গভর্নিং কাউন্সিলের তিনটি প্রতিষ্ঠান প্রক্রিয়ায় শর্ত পূরণ করতে পারেনি। এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ, বাংলা মার্ক লিমিটেড, মাইন্ড ট্রি ও রূপসী কনক্রিট লিমিটেড কনসোর্টিয়াম। চূড়ান্ত মূল্যায়ন প্রতিবেদন, আইন বিভাগ, লিগ্যাল কনসালটেন্সি ফার্ম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম কর্তৃক যাচাই সম্পন্ন হওয়ার পর যোগ্য ইউআই অংশগ্রহণকারীর চূড়ান্ত তালিকা আনুষ্ঠানিকভাবে ৪ তারিখে ঘোষণা করা হবে।’

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ