বুধবার, অক্টোবর ২৯, ২০২৫
No menu items!
বাড়িখেলাধুলাফিফপ্রোর ২৬ জনের সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদো

ফিফপ্রোর ২৬ জনের সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদো

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছালেও পায়ের জাদু কমেনি ক্রিস্টিয়ানো রোনালদো (৪০)-লিওনেল মেসির (৩৮)।  হাঁটুর বয়সী খেলোয়াড়দের সঙ্গে লড়ে যাচ্ছেন। শুধু লড়ছেন না, পাল্লা দিয়ে গোল করে যাচ্ছেন।

তার স্বীকৃতিই পাচ্ছেন রোনালদো-মেসি।

ধারাবাহিক পারফরম্যান্সের জন্যই ২০২৫ ফিফপ্রো বিশ্ব একাদশের ২৬ সদস্যের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন দুই কিংবদন্তি। তাদের সঙ্গে জায়গা করে নিয়েছেন বছরজুড়ে ক্লাবগুলোর হয়ে মাঠ মাতানো তারকা ফুটবলাররা। সর্বোচ্চ ৭ জন পিএসজি থেকে জায়গা পেয়েছেন। 

২০২৪ সালের ১৫ জুলাই থেকে শুরু করে ২০২৫ সালের ৩ আগস্ট পর্যন্ত কমপক্ষে ৩০ ম্যাচের পারফরম্যান্সের হিসেবে সংক্ষিপ্ত সংস্করণে জায়গা পেয়েছেন খেলোয়াড়রা।

আগামী ৩ নভেম্বর সেরা একাদশ ঘোষণা করা হবে। বিশ্বের ২০ হাজার পেশাদার ফুটবলার ভোট দিয়ে এই তালিকা চূড়ান্ত করেছেন। 

ফিফপ্রোর সেরা ২৬—

গোলরক্ষক : জিয়ানলুইজি দোন্নারুম্মা (পিএসজি/ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম), থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ, বেলজিয়াম), অ্যালিসন বেকার (লিভারপুল, ব্রাজিল)।

ডিফেন্ডার : আশরাফ হাকিমি (পিএসজি, মরক্কো), মার্কিনিওস (পিএসজি, ব্রাজিল), নুনো মেন্দেস (পিএসজি, পর্তুগাল), উইলিয়াম সালিবা (আর্সেনাল, ফ্রান্স), ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড (লিভারপুল/রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), পাউ কুবারসি (বার্সেলোনা, স্পেন), ভার্জিল ফন ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস)।

 

মিডফিল্ডার : জোয়াও নেভেস (পিএসজি, পর্তুগাল), কোল পালমার (চেলসি, ইংল্যান্ড), পেদ্রি (বার্সেলোনা, স্পেন), ফেদেরিকো ভালভের্দে (রিয়াল মাদ্রিদ, উরুগুয়ে), জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি/নাপোলি, বেলজিয়াম), লুকা মদরিচ (রিয়াল মাদ্রিদ/এসি মিলান, ক্রোয়েশিয়া), ভিতিনিয়া (পিএসজি, পর্তুগাল)।

ফরোয়ার্ড : উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), লিওনেল মেসি (ইন্টার মায়ামি, আর্জেন্টিনা), রাফিনিয়া (বার্সেলোনা, ব্রাজিল), ক্রিস্টিয়ানো রোনালদো (আল নাসর, পর্তুগাল), আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে), মোহাম্মদ সালাহ (লিভারপুল, মিসর), লামিনে ইয়ামাল (বার্সেলোনা, স্পেন)।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ