ম্যাচের প্রথমার্ধেই এক গোল খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
ফিফা স্বীকৃতিপ্রাপ্ত হলেও এই ম্যাচটি ছিল ক্লোজড ডোর। অর্থাৎ কোনো দর্শক উপস্থিত ছিলেন না, টেলিভিশন বা অনলাইনেও সম্প্রচার হয়নি।
থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের নারী দল মুখোমুখি হয়েছিল প্রায় এক যুগ আগে, ২০১৩ সালে এশিয়ান কাপের বাছাইপর্বে। সেই ম্যাচে ৯-০ গোলে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। দীর্ঘ ১২ বছর পর আবারও থাই মেয়েদের বিপক্ষে মাঠে নেমে এবার তুলনামূলক কম ব্যবধানে হেরেছে তারা।
থাইল্যান্ড নারী ফুটবলে এশিয়ার অন্যতম শক্তিশালী দল। যদিও এবার ভারতের কাছে হেরে তারা এশিয়া কাপের মূল পর্বে উঠতে পারেনি। ফিফা র্যাংকিংয়ে থাইল্যান্ড আছে ৫৩ নম্বরে, যেখানে বাংলাদেশ অবস্থান করছে ১০৪ নম্বরে।
বাংলাদেশ নারী দল জুলাইয়ে প্রথমবারের মতো নারী এশিয়া কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। সেই ঐতিহাসিক সাফল্যের পর এই ম্যাচ ছিল তাদের প্রথম আন্তর্জাতিক পরীক্ষা।
