সোমবার, অক্টোবর ২০, ২০২৫
No menu items!
বাড়িখেলাধুলাজয়ে ফিরতে ২০৩ রান করতে হবে বাংলাদেশকে

জয়ে ফিরতে ২০৩ রান করতে হবে বাংলাদেশকে

জয় পাওয়া যেন ভুলে গেছে বাংলাদেশ নারী দল। কেননা বিশ্বকাপে খেলা সর্বশেষ ৪ ম্যাচেই হার সঙ্গী হয়েছে তাদের। আজ জয়ে ফিরতে হলে ২০৩ রান করতে হবে নিগার সুলতানা জ্যোতিদের। টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০২ রান করে শ্রীলঙ্কা।
শুরুটা অবশ্য দারুণ করেছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই ভিশমি গুণারত্ণেকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলান মারুফা আক্তার। তবে শুরুর সেই আনন্দ দ্রুতই মিইয়ে যায় বাংলাদেশের। দ্বিতীয় উইকেটে চামিরা আতাপাত্তু ও হাসিনি পেরেরা ৭২ রানের জুটি গড়ায়।
শ্রীলঙ্কার অধিনায়ক আতাপাত্তুকে ৪৫ রানে এলবিডব্লিউ করে বাংলাদেশকে ম্যাচে ফেরান রাবেয়া খান। সতীর্থ ফিফটি করতে না পারলেও ঠিকই করেছেন পেরেরা। তবে আফসোস নিয়ে মাঠ ছেড়েছেন পেরেরা। কাছে এসেও যে তিন অঙ্ক স্পর্শ করা হয়নি তার।
অষ্টম ব্যাটার হিসেবে আউট হওয়ার সময় ৮৫ রানে ফেরেন বাঁহাতি ব্যাটার। তার ১৩ চার ও ১ ছক্কার ইনিংসে ভর করেই দুই শ উর্ধ্বো স্কোর পায় শ্রীলঙ্কা। এই সংগ্রহে অবশ্য কিছুটা অবদান রেখেছেন নিলাখশিখা সিলভাও। ৩৭ রানে আউট হওয়ার আগে পেরেরার সঙ্গেই পঞ্চম ‍উইকেটে ৭৪ রানের জুটি গড়েন তিনি। তাকে আউট করে আরো বড় রান তাড়া থেকে বাংলাদেশকে বাঁচান স্বর্ণা আক্তার।
কেননা নিলাখশিখা আউট হওয়ার আগে ৩১ ওভারে ৪ উইকেটে ১৬৮ তুলেছিল শ্রীলঙ্কা। এতে কমপক্ষে ২৫০ রানের স্বপ্নই দেখছিল তারা। তবে পর পর নিজের তিন ওভারে ৩ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান স্বর্ণা। এতে করে শেষ ৬ উইকেট ২৮ রানে হারায় লঙ্কানরা। স্বর্ণার ৩ ‍উইকেটের বিপরীতে দ্বিতীয় সর্বোচ্চ ২ উইকেট নেন রাবেয়া।
Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ