সোমবার, জুলাই ২৮, ২০২৫
No menu items!
বাড়িখেলাধুলাএশিয়া কাপ ২০২৫ থেকে সরে দাঁড়াচ্ছে না ভারত: প্রতিবেদন

এশিয়া কাপ ২০২৫ থেকে সরে দাঁড়াচ্ছে না ভারত: প্রতিবেদন

এশিয়া কাপ ২০২৫-এর আয়োজক হিসেবেই থাকছে ভারত এবং ঘোষিত সূচি অনুযায়ী পাকিস্তানের বিপক্ষে খেলতেও প্রস্তুত বলে জানিয়েছে একাধিক প্রতিবেদন। এই তথ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে বিসিসিআই চূড়ান্তভাবে টুর্নামেন্টে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বাতিল কিংবা পুরো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কোনও সম্ভাবনা আর নেই।

এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর থেকে, আর বহুল প্রত্যাশিত ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর। টুর্নামেন্টের অগ্রগতির ওপর নির্ভর করে দুই দল সর্বোচ্চ তিনবার মুখোমুখি হতে পারে।

তবে সূচি প্রকাশের পর ভারতের অভ্যন্তরে কিছু বিতর্ক তৈরি হয়েছে। দেশটির কিছু গণমাধ্যম বিসিসিআই এবং সরকারের সিদ্ধান্তের সমালোচনা করে প্রশ্ন তুলেছে, কেন পাকিস্তানের বিপক্ষে খেলার সিদ্ধান্ত নেওয়া হলো। কেউ কেউ এই সিদ্ধান্তকে বিশ্ব চ্যাম্পিয়নস লিগে বয়কটের দাবির সঙ্গে তুলনা করেছেন।

ভারতের সাবেক কিছু ক্রিকেটারও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং কেউ কেউ সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের দাবি তুলেছেন।

বিসিসিআই-এর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। তবে সূচি ঘোষণার পর থেকে এ বিষয়ে বিসিসিআই প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি।

সবকিছু বিবেচনায় প্রতিবেদনে বলা হয়েছে, ভারত যেহেতু ২০২৫ সালের এশিয়া কাপের আয়োজক, তাই এখন আর সরে দাঁড়ানো সম্ভব নয়। ভেন্যু বা ম্যাচ সূচিতে পরিবর্তনের কোনও সম্ভাবনাও নেই।

সূত্র: সামা টিভি।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ