শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫
No menu items!
বাড়িখেলাধুলাআফগানিস্তান ম্যাচ নিয়ে যে পরিকল্পনা বাংলাদেশের

আফগানিস্তান ম্যাচ নিয়ে যে পরিকল্পনা বাংলাদেশের

এশিয়া কাপ শেষ হলেও সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরেনি বাংলাদেশ দল। কারণ সেখানেই আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে টাইগাররা। আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে আসন্ন এই সিরিজ।

শুরুতেই টি-টোয়েন্টি খেলবে দুই দল। প্রথম টি-টোয়েন্টির আগে আজ বুধবার দলের হয়ে সংবাদ সম্মেলনে আসেন ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলি অনিক।

ব্যাটিংয়ের উন্নতি নিয়ে জাকের বলেন, ‘চ্যালেঞ্জ বলতে নির্দিষ্ট দিনে ভালো খেলতে হবে। আগের সিরিজে আমরা অবশ্যই দল হিসেবে ভালো খেলতে পারিনি। তাই আমাদের মূল পরিকল্পনা থাকবে ব্যাটিং ইউনিট হিসেবে ভালো পারফরম্যান্স করা। যেহেতু এশিয়া কাপেও ব্যাটিংয়ের কারণে আমাদের ভুগতে হয়েছে, তাই ব্যাটিং ইউনিটের দিকেই সবচেয়ে বেশি মনোযোগ দেয়া হবে।’

এশিয়া কাপে দারুণ ব্যাটিং করেছেন সাইফ হাসান। তার ব্যাটিংয়ের প্রশংসা করে জাকের বলেন, ‘সাইফ হাসান খুবই ভালো করছে। আমরা চাইব যে এই সিরিজেও সে এরকম বড় রান করতে পারে। ওর সাথে সাথে অন্য ব্যাটাররাও যেন ভালো করতে পারে তাহলে আমাদের জন্য সিরিজটি খুব ভালো হবে।’

ভিসা জটিলতায় থাকা সৌম্য সরকারকে প্রথম ম্যাচ থেকেই পাওয়ার আশা জানিয়ে জাকের বলেন, ‘সৌম্যর ভিসা ইস্যুটা রয়েছে। আমরা জানি, এখানে ভিসার বিষয়টি কিছুটা জটিল। তাই এটি সমাধান হলেই তিনি আসবেন। অন্যথায় তিনি ইতোমধ্যেই প্রস্তুত। বিসিবি এ বিষয়টির দেখভাল করছে। যত দ্রুত আমরা ভিসা পেয়ে যাবে।’

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ