রবিবার, নভেম্বর ২, ২০২৫
No menu items!
বাড়িখেলাধুলাহোয়াইটওয়াশও এড়াতে পারলেন না লিটনরা

হোয়াইটওয়াশও এড়াতে পারলেন না লিটনরা

হোয়াইটওয়াশের বদলা হোয়াইওয়াশ। গত বছর ডিসেম্বরে ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ঠিক ১০ মাস পর বাংলাদেশের মাটিতে ৩-০ ব্যবধানে টি-২০ সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। হোয়াইটওয়াশ করে মধুর প্রতিশোধ নিয়েছে ক্যারিবীয়রা। শুধু টি-২০ সিরিজ হারের প্রতিশোধ নয়, মেহেদি হাসান মিরাজদের বিপক্ষে কিছুদিন আগে ওয়ানডে সিরিজ হারের প্রতিশোধও নিয়েছেন শাই হোপরা। গতকাল হোয়াইটওয়াশের ম্যাচটি সফরকারী জিতেছে ৫ উইকেটে। সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতেছিল যথাক্রমে ১৬ ও ১৪ রানে। ম্যাচটি বিশেষ স্পেশাল রোমারিও শেফার্ডের কাছে। দ্বিতীয় ক্যারিবীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন তিনি। প্রথম হ্যাটট্রিক করেন জেসন হোল্ডার। লিটন বাহিনীর পক্ষে সেঞ্চুরির আশা জাগিয়েও ৮৯ রানে আউট হন তানজিদ তামিম। ওয়েস্ট ইন্ডিজ এবার নিয়ে পঞ্চমবার টি-২০ সিরিজ জিতল বাংলাদেশের বিপক্ষে। ক্যারিবীয়রা এই প্রথম জিতল ৩-০ ব্যবধানে।

টস জিতে ব্যাটিং করে বাংলাদেশ। ২০ ওভারে ১৫১ রানে অলআউট হয় তারা। লিটন বাহিনীর পক্ষে সর্বোচ্চ ৮৯ রান করেন তানজিদ। ইনিংসটি খেলেন ৬২ বলে ৮ চার ও ৪ ছক্কায়। এ ছাড়া ২৩ রান করেন সাইফ হাসান। দুজনে তৃতীয় উইকেট জুটিতে ৬৩ রান যোগ করেন। এ দুজন ছাড়া আর কোনো ক্রিকেটার দুই অংকের রান করতে পারেননি। টাইগার ব্যাটারদের দুমড়েমুচড়ে দেন শেফার্ড। ১৬.৬ ওভারে নুরুল হাসান সোহান, ১৯.১ ওভারে তানজিদ ও ১৯.২ ওভারে শরিফুল ইসলামকে আউট করে হ্যাটট্রিক করেন। ১৫২ রানের টার্গেটে তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় ক্যারিবীয়রা। ৫২ রানে ৩ উইকেট হারানোর পর ৮৯ রান যোগ করেন চতুর্থ উইকেট জুটিতে। অধিনায়ক রোস্টন চেজ ও আকিম অগাস্টে জোড়া হাফ সেঞ্চুরি করেন। দুজনই ৫০ রান করে করেন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ