বাংলাদেশ প্রিমিয়ার লীগের [বিপিএল] ১২তম আসর শুরু হবে ১৯ ডিসেম্বর। গতকাল এবারের আসরের দলগুলোর মালিকানা ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতবার ঢাকা ক্যাপিটালসের মালিকানায় নাম ছিল অভিনেতা শাকিব খানের। দল ভালো না করলেও মাঠে হাজির হয়েছিলেন ‘বরবাদ’ অভিনেতা।
এবার নতুন করে পাঁচ বছরের জন্য দলটির মালিকানা পেয়েছেন ঢালিউড সুপারস্টার ও চ্যাম্পিয়ন স্পোর্টস। বিপিএলে এবার দল কমেছে, সাতটির বদলে অংশ নেবে পাঁচটি দল। বাদ পড়েছে খুলনা ও বরিশাল