শেরপুর-১ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী হাসান ইমাম ওয়াফি বলেছেন, “সুশাসন, ভোটাধিকার ও নাগরিক অধিকার নিশ্চিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি বলেন, দীর্ঘদিন দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল, এখন সময় এসেছে অধিকার প্রতিষ্ঠার।
সোমবার (২৯ সেপ্টেম্বর) শেরপুর পৌর শহরে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে ফ্যাসিস্টমুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সেখানে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জরুরি মৌলিক সংস্কারগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।”
শহীদ কামারুজ্জামানের সন্তান হিসেবে তিনি শেরপুরবাসীর প্রতি তার দায়বদ্ধতার কথা উল্লেখ করে বলেন, “এই মাটি ও মানুষের কাছে আমি ঋণী। শেরপুর একটি সম্ভাবনাময় জেলা হওয়া সত্ত্বেও সকল ক্ষেত্রে পিছিয়ে আছে। এই জেলার উন্নয়নে যা যা প্রয়োজন, আমি আপনাদের সাথে নিয়ে তা বাস্তবায়ন করবো।”
তিনি আরও বলেন, এবি পার্টি পাড়া-মহল্লায় মানুষের আস্থা অর্জনের লক্ষ্যে কাজ করছে এবং আগামী নির্বাচনে জনগণের সাড়া দেখে তারা আশাবাদী।
গণসংযোগকালে এবি পার্টির জেলার ভারপ্রাপ্ত সভাপতি নূর মোহাম্মদ, সদস্যসচিব মুকসিতুর রহমান হিরাসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।