শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫
No menu items!
বাড়িরাজনীতিশিগগিরই আসনভিত্তিক প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হবে: সালাহউদ্দিন

শিগগিরই আসনভিত্তিক প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হবে: সালাহউদ্দিন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, খুব শিগগিরই প্রতিটি আসনে একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য ‘গ্রিন সিগন্যাল’ বা সবুজ সংকেত দেওয়া হবে।

শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
সালাহউদ্দিন আহমদ বলেন, “প্রত্যেকটি আসনে আমাদের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। এমনকি অনেক আসনে ১০ থেকে ১২ জন প্রার্থীর নাম এসেছে। বাছাইয়ের কাজ শেষ করেই আমরা একক প্রার্থীকে চূড়ান্ত করে মাঠে নামতে বলব।”
এ সময় তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠনের বিষয়ে আলোচনা চলছে।জাতীয় জীবনে অস্থিরতা এড়াতে দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করে সালাহউদ্দিন বলেন, “জরুরি কিছু ব্যতীত এমন কোনো বিষয় সামনে আনা উচিত নয়, যা নতুন করে সংকট তৈরি করতে পারে।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র রক্ষায় মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সরকারের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, “গণহত্যা চালানোর পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই। বরং তারা দিল্লিতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। সরকারের উচিত তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা।”

তবে বিএনপি নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বলে জানিয়ে তিনি বলেন, “এ বিষয়ে যা কিছু হবে, তা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া উচিত।”

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ