গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বাংলাদেশে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। তিনি অভিযোগ করে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে “ফ্যাসিবাদী কায়দায়” নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে এবং সেই হত্যাকাণ্ডগুলোর বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মান বজায় রেখে চলছে। তিনি আশা প্রকাশ করেন, বিচার শেষে যে রায় আসবে, তা দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সাকি বলেন, জনগণ যেমন ন্যায় বিচার পাবেন, তেমনি অপরাধীদের ক্ষেত্রেও ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। দেশের মানুষের সন্তুষ্টি নিশ্চিত হবে—এমন রায় দেশ পাবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, তা পূরণে বিচার সংস্কার ও সঠিক নির্বাচন আয়োজনের প্রচেষ্টা চলছে। জনগণকে এখন আরও সচেতন ও ঐক্যবদ্ধ হওয়া জরুরি। তার অভিযোগ, কথিত ফ্যাসিস্টরা নানা ষড়যন্ত্রে লিপ্ত, তাই এই মুহূর্তে জনগণের সতর্ক থাকা প্রয়োজন।
আগামী নির্বাচনের গুরুত্ব তুলে ধরে সাকি বলেন, নির্বাচন অত্যন্ত অপরিহার্য, এবং কোনো শক্তি যেন নির্বাচনকে ব্যর্থ করতে না পারে, সে বিষয়ে সবার সতর্ক থাকতে হবে। দেশের কোন কোন সংস্কার হবে, তা জনগণই নির্ধারণ করবে। মওলানা ভাসানী শৈশব থেকেই মুক্তির সংগ্রাম করে গেছেন—সেই সংগ্রাম এখনো অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় জেলা গণসংহতি আন্দোলনের সভাপতি ফাতেমা রহমান বিথীসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
