স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, শেখ হাসিনার পতন জনগণের আন্দোলনের পাশাপাশি আল্লাহর পক্ষ থেকেও হয়েছে। তবে ন্যায়বিচার থেকে বিচ্যুত হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে কোনো অন্যায় হলে তিনি তা মেনে নেবেন না।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে টাঙ্গাইলে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত মাকড়াই দিবস উপলক্ষে কাদেরিয়া বাহিনী মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, “যারা বৈষম্যবিরোধী আন্দোলন করেছেন, শেখ হাসিনার পতন ঘটিয়েছেন—আমি তাদের অন্তর থেকে সমর্থন করি। তবে শেখ হাসিনার বিরুদ্ধে যদি অন্যায় করা হয়, আমি কাদের সিদ্দিকী বেঁচে থাকতে তার বিরুদ্ধে লড়াই করব। আইন অনুযায়ী বিচার হোক, শাস্তি হোক—আমরা মেনে নেব। শেখ মুজিব ও শেখ হাসিনা এক নয়। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন জয় বাংলা থাকবে।”
ড. ইউনূসকে উদ্দেশ করে তিনি আরও বলেন, “অধ্যাপক ইউনূসকে আমি একসময় শ্রদ্ধা করতাম। বঙ্গবন্ধুর বাড়ি রক্ষা থেকে শুরু করে গ্রামীণ ব্যাংকের স্বার্থ রক্ষায় আমি পাশে দাঁড়িয়েছিলাম। না হলে গ্রামীণ ব্যাংকের অর্ধেকই মাটির নিচে চলে যেত। কিন্তু আপনার এক বছরের শাসন হৃদয় থেকে মেনে নিতে পারছি না। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে কিংবা নির্বাচন দিতে ব্যর্থ হলে আপনার পরিণতি শেখ হাসিনার চাইতেও ১০ গুণ খারাপ হবে।”
মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গে বঙ্গবীর বলেন, “মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেবেন না। তাদের সম্মানী অবশ্যই বাড়াতে হবে। যদিও এক লাখ টাকার দাবি রয়েছে, তবুও এই বছর অন্তত ৫০ হাজার টাকা করা জরুরি। আমরা ভিক্ষা চাই না, সম্মান চাই। যুদ্ধ ছিল বড় কঠিন, তখন জীবনের মায়াও ছিল না।”
সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের সাবেক জেলা কমান্ডার ফজলুর হক বীর প্রতীক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঘাটাইল উপজেলার সাবেক কমান্ডার এমদাদুল হক খান, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, হুমায়ুন বাঙালসহ আরও অনেকে।