ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তিনি বর্তমানে কার্যক্রম স্থগিত থাকা রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্য।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় কালিহাতী পৌরসভাস্থ নিজ বাসভবনে আয়োজিত এক অনানুষ্ঠানিক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
সভায় আবদুল লতিফ সিদ্দিকী বলেন, গত কয়েকদিন ধরে তিনি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে দ্বিধা-দ্বন্দ্বে ছিলেন। তবে জনগণের মতামত ও জনরায়কে সবসময় প্রাধান্য দিয়ে রাজনীতি করায় কর্মী-সমর্থক এবং এলাকার সাধারণ মানুষের আগ্রহ ও অনুরোধের প্রতি সম্মান জানিয়ে তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও জানান, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেবেন। মনোনয়ন জমা দেওয়ার পর পর্যায়ক্রমে গণসংযোগসহ নির্বাচনী কার্যক্রম শুরু করা হবে বলেও তিনি উল্লেখ করেন।এ সময় তার শুভানুধ্যায়ী, রাজনৈতিক সহকর্মী এবং কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আবদুল লতিফ সিদ্দিকীর নির্বাচনে অংশগ্রহণের ঘোষণাকে কেন্দ্র করে টাঙ্গাইলের কালিহাতী আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে।
