গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন শেষে সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
শুক্রবার (১০ অক্টোবর) বাইতুল মোকাররমের উত্তর গেটে জুলাই সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘যারা চব্বিশের জুলাই আন্দোলনের বিরোধিতা করবে, তারাই বাহাত্তরের বাকশালী শক্তি হিসেবে চিহ্নিত হবে। তাই রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি আগামীর বাংলাদেশ বাঁচা-মরার এবং শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির প্রশ্ন। এখন এ গণদাবি বাস্তবায়ন না করতে পারায় সরকারের লজ্জা হওয়া উচিত।’
মামুনুল হক দাবি আদায়ে আগামী ১২ অক্টোবর সারা দেশের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন।
বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ছানাউল্লাহ আমিনীর সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মুরশিদ সিদ্দিকী ও সাংগঠনিক সম্পাদক নিয়ামতুল্লাহ আমীনের যৌথ পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন— সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির ইউসুফ আশরাফ, নায়েবে আমির অ্যাডভোকেট শাহীনূর পাশা চৌধুরী, মহাসচিব জালালুদ্দীন আহমদ, যুগ্ম-মহাসচিব আতাউল্লাহ আমিন, তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আবুল হাসানাত জালালী, এনামুল হক মুসা, হেদায়াতুল্লাহ হাদী, ফয়সাল আহমদ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি আনোয়ার হোসাইন রাজি, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য আব্দুল্লাহ আশরাফ এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ প্রমুখ।