মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা

খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলটি সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। শোক পালনকালে বিএনপির সকল স্তরের নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার দাফনের বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে। শোক পালন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সকল জেলা ও উপজেলা কার্যালয়ে শোকবই খোলা থাকবে। সেখানে সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীরা শোক ও সমবেদনা জানাতে পারবেন।
তিনি আরও জানান, গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে শোক উপলক্ষে দোয়া মাহফিল ও কোরআন খতমের আয়োজন করা হবে।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির পক্ষ থেকে ঘোষিত এই শোক কর্মসূচি তার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর অংশ হিসেবে পালন করা হবে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ