নতুন রাজনৈতিক প্রতীক হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) তালিকায় যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রতীকটি আনুষ্ঠানিকভাবে যুক্ত করেছে ইসি।
দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ প্রতীককে তাদের দলের প্রতীক হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে আসছিল। এ নিয়ে দলটির প্রতিনিধিরা একাধিকবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেও কাঙ্ক্ষিত প্রতীকটি পেতে ব্যর্থ হন।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছিল, ‘শাপলা’ প্রতীক না দিলে তারা নিবন্ধনের আবেদন করবে না। এমন পরিস্থিতিতে ইসি নতুন করে ‘শাপলা কলি’ প্রতীকটি যুক্ত করার সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত এস.আর.ও. নং ৪৩১-আইন/২০২৫ অনুযায়ী, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধনের মাধ্যমে প্রতীক তালিকায় নতুন সংযোজন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর বিধি ৯-এর উপবিধি (১) সংশোধন করে প্রার্থীদের জন্য প্রাপ্য প্রতীক তালিকা হালনাগাদ করা হয়েছে। এতে মোট ১১৯টি প্রতীক অন্তর্ভুক্ত রয়েছে।
এর মধ্যে নতুন সংযোজন হিসেবে ‘শাপলা কলি’ প্রতীকটি ১০২ নম্বরে যুক্ত হয়েছে। এখন থেকে নিবন্ধিত রাজনৈতিক দলসমূহকে এ প্রতীক বরাদ্দ দেওয়া যাবে বলে জানানো হয়েছে।
