মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়আ.লীগের সব মামলা তুলে নেওয়া হবে : মির্জা ফখরুল

আ.লীগের সব মামলা তুলে নেওয়া হবে : মির্জা ফখরুল

আওয়ামী লীগের বিরুদ্ধে করা সব মামলা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করতে চায় না, বরং শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চায়।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে, আমরা সে পথে হাঁটতে চাই না। তাদের বিরুদ্ধে যত মামলা আছে, সবগুলোই আমরা তুলে নেব।”
তিনি আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত বছরই বলেছিলেন, আমরা প্রতিশোধ চাই না, চাই শান্তি, সমৃদ্ধি ও একটি উন্নত বাংলাদেশ। সেই পথেই আমরা এগোতে চাই।”ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, “অত্যাচার, নির্যাতন ও ভয় দেখিয়ে জনগণকে দমিয়ে রাখা যায় না। অতীতেও পারেননি, ভবিষ্যতেও পারবেন না। বরং গণহত্যা ও নির্যাতনের দায় নিয়ে এখনই ক্ষমা চাওয়া উচিত।”
আগামী ডিসেম্বর মাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন ফখরুল। তিনি বলেন, “দেশবাসী আজ তারেক রহমানকে ফিরে পেতে চায়, নতুন নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে চায়।”
বিএনপি মহাসচিব আরও বলেন, “পিআর ইস্যুতে জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল জনগণের ওপর জবরদস্তি করছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে নতুন কিছু চাল দেওয়া হচ্ছে, যা গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র।”
তিনি বলেন, “গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে জনগণ তাদের মতামত সঠিকভাবে প্রকাশ করতে পারবে। আমরা সেই ব্যবস্থাকেই সমর্থন করি।”
সভায় সভাপতিত্ব করেন সাবেক জেলা বিএনপির সহসভাপতি মো. আল মামুন আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ